ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩৯ মিনিট আগে
শিরোনাম

ফরিদপুরে ভূমিহীন ১৫৭২ পরিবার পেল ঘর

  ফরিদপুর প্রতিনিধি

প্রকাশ : ২০ জুন ২০২১, ১৭:৪২

ফরিদপুরে ভূমিহীন ১৫৭২ পরিবার পেল ঘর
ছবি- নিজস্ব

ফরিদপুরে মুজিববর্ষের উপহার হিসেবে দ্বিতীয় দফায় ১৫৭২টি ভূমিহীন পরিবার ভূমিসহ ঘর পেয়েছেন।

রোববার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপকারভোগীদের মধ্যে জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠানের উদ্বোধন করেন।

এ ভার্চুয়াল অনুষ্ঠানে ফরিদপুর সদর উপজেলা পরিষদ হলরুমে উপস্থিত থেকে জমির দলিল তুলে দেন ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকার ও পুলিশ সুপার মোঃ আলিমুজ্জামান (বিপিএম সেবা)।

এসময় অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুম রেজা।

এসময় আরও উপস্থিত ছিলেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী কে,এম ফারুক হোসেন, পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) মোঃ আবুল হাসান, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক মোল্লা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দী, উপজেলা এলজিইডি প্রকৌশলী মোঃ আজহারুল ইসলাম । পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) মোঃ আবুল হাসান, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক মোল্লা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দী, উপজেলা এলজিইডি প্রকৌশলী মোঃ আজহারুল ইসলাম ।

বাংলাদেশ জার্নাল/এমএ

  • সর্বশেষ
  • পঠিত