ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৩ মিনিট আগে
শিরোনাম

করোনাভাইরাস

ঝিনাইদহে আরও ৪ মৃত্যু, শনাক্ত ৯৫

  ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ : ২১ জুন ২০২১, ১৬:০১

ঝিনাইদহে আরও ৪ মৃত্যু, শনাক্ত ৯৫
ফাইল ছবি।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঝিনাইদহ সদর হাসপাতালে গত ২৪ ঘণ্টায় পুলিশ সদস্যসহ আরও ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত আরও ৯৫ জনকে শনাক্ত করা হয়েছে।

এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল তিন হাজার ৪৯১ জনে এবং মারা গেছেন ৭০ জন।

সোমবার সিভিল সার্জন ডা. সেলিনা বেগম এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, মৃতদের মধ্যে মশিউর রহমান নামের এক পুলিশ সদস্য ও মহেশপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান আশিক রয়েছেন।

সিভিল সার্জন বলেন, ঝিনাইদহ ও কুষ্টিয়া ল্যাবে পরীক্ষা করা ২০৫ জনের মধ্যে ৯৫ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ৪৬ দশমিক ৩৪ ভাগ। এরমধ্যে ঝিনাইদহ সদরে ৪৩ জন, শৈলকুপায় ১৯ জন, কালীগঞ্জে ১৬ জন, হরিণাকুন্ডুতে সাতজন, কোটচাঁদপুরে একজন ও সীমান্তবর্তী উপজেলা মহেশপুরে নয়জন রয়েছেন।

সরেজমিনে দেখা গেছে, সদর হাসপাতাল ও উপজেলা হাসপাতালগুলোয় পরীক্ষার জন্য ভিড় বেড়েছে। সকাল থেকে পরীক্ষার জন্য লম্বা লাইন পড়ছে। করোনাভাইরাসে মৃত্যু ও সংক্রমণ বাড়লেও মানুষ স্বাস্থ্যবিধি মানছে না কেউই।

বাংলাদেশ জার্নাল/এমএস

  • সর্বশেষ
  • পঠিত