ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ১১ মিনিট আগে
শিরোনাম

বন্ধ হলো সাতছড়ি জাতীয় উদ্যান

  হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ২৮ জুন ২০২১, ১৬:৫৮

বন্ধ হলো সাতছড়ি জাতীয় উদ্যান
ছবি: সংগৃহীত

হবিগঞ্জের চুনারুঘাটের সাতছড়ি জাতীয় উদ্যান আবারও বন্ধ ঘোষণা করা হলো। স্থানীয় প্রশাসন জানিয়েছে, কঠোর লকডাউন চলার সময়ে এ পর্যটন স্পটে কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না।

চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সত্যজিত রায় দাশ সোমবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ২৮ জুন থেকে করোনার বিস্তার মোকাবিলায় আগামী ০১ জুলাই পর্যন্ত বিধি-নিষেধ আরোপ করেছে সরকার। এ তিনদিন পুরোপুরিভাবে বন্ধ থাকবে সাতছড়ি জাতীয় উদ্যান। এছাড়াও লকডাউন চলা সময়েও এ উদ্যান বন্ধ থাকবে।

তিনি আরও বলেন, কর্তব্যরতদের সাতছড়ি জাতীয় উদ্যান বন্ধ রাখার বিষয়টি জানানো হয়েছে। কোনো পর্যটক যেন এ উদ্যানে প্রবেশ করতে না পারেন, সেজন্য তারা ব্যবস্থা নেবেন। পরবর্তীকালে সরকারি সিদ্ধান্ত এলে পুনরায় খুলে দেওয়া হবে এ পর্যটন স্পট।

দেশের পর্যটকপ্রিয় এ উদ্যানটি করোনা পরিস্থিতির কারণে এনিয়ে তৃতীয়বারের মতো বন্ধ ঘোষণা করা হলো। এর আগে গত ১৯ মার্চ স্পটটি বন্ধ ঘোষণা করা হয়। আগের দু’দফায় আট মাস ধরে উদ্যানটি বন্ধ থাকে।

উদ্যান কর্তৃপক্ষ জানায়, সাতছড়ি উদ্যান খোলা থাকলে এখানে প্রতিদিন আড়াই থেকে পাঁচ হাজার পর্যটক আসেন। প্রাপ্ত বয়স্কদের টিকিট বিক্রি হতো ৩০ টাকা এবং অপ্রাপ্ত বয়স্কদের জন্য ২৫ টাকা।

বাংলাদেশ জার্নাল/এমএ

  • সর্বশেষ
  • পঠিত