ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

মনোহরদী স্বাস্থ্য কমপ্লেক্সে নেই ডায়াবেটিসের ওষুধ, রোগীদের দুর্ভোগ

  মনোহরদী (নরসিংদী) সংবাদদাতা

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২২, ১৪:৫৭

মনোহরদী স্বাস্থ্য কমপ্লেক্সে নেই ডায়াবেটিসের ওষুধ, রোগীদের দুর্ভোগ
মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি: সংগৃহীত

মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই মাস ধরে ডায়াবেটিস রোগের ওষুধ নেই। ফলে সাধারণ রোগীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে ডায়াবেটিস রোগের ওষুধ নেই। ফলে ডায়াবেটিস রোগী সাধারণের চরম দুর্ভোগ চলছে এখানে। প্রতিদিন শত শত রোগী উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে স্বাস্থ্য কমপ্লেক্সে এসে ওষুধ না পেয়ে ফেরত যাচ্ছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অসংক্রামক রোগ বিভাগে দায়িত্বরত সেবিকারা জানান, প্রায় দুই-তিনমাস যাবৎ ডায়াবেটিস রোগের কোন ওষুধ সরবরাহ নেই তাদের কাছে। ফলে প্রতিদিন কম করে হলেও শতেক রোগী ওষুধ না পেয়ে ফেরত যাচ্ছেন এখান থেকে। তারা ওষুধ সরবরাহ না পেলে দেবেন কোথা থেকে?

মনোহরদী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য আসা পৌর এলাকার ডায়াবেটিস রোগী নান্নু ( ৫০) জানান, তিনি তিনদিন ওষুধ নিতে এসেছেন এখানে। খালি ওষুধ নেই নেই বলে জানাচ্ছেন তারা।

মনোহরদী উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডা. রাশেদুল হাসান মাহমুদ ডায়াবেটিসের ওষুধ সরবরাহ না থাকার কথা স্বীকার করে জানান, ওষুধ সরবরাহ পেতে তারা সংশ্লিষ্ট দপ্তরে নিয়মিত যোগাযোগ করে চলেছেন। তারা দ্রুতই এ অবস্থার অবসান চান।

বাংলাদেশ জার্নাল/এমপি

  • সর্বশেষ
  • পঠিত