জামালপুরে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু
জামালপুর প্রতিনিধি
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২২, ১২:৩০

জামালপুরের মাদারগঞ্জে সড়ক দুর্ঘটনায় ইয়াকুব আলী (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২ ডিসেম্বর) দিবাগত রাত ১১ টায় এ ঘটনা ঘটে।
|আরো খবর
নিহত ইয়াকুব আলী মাদারগঞ্জ উপজেলার কড়ইচড়া ইউনিয়নের বাগলেরগড় গ্রামের সামজাহা আলীর ছেলে। রাকিব (১৮) নামে অপর একজন গুরুতর আহত হয়েছে।
স্থানীয়রা জানায়, নিহত ইয়াকুব আলী ভাতিজা রাকিবকে সাথে নিয়ে মোটরসাইকেলযোগে স্থানীয় মিলনবাজার থেকে বালিজুড়ির দিকে যাচ্ছিলেন। মোসলেমাবাদ জামে মসজিদে সংলগ্ন এলাকায় পৌঁছালে গাছের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হন তারা। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে মাদারগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আবু রায়হান ইয়াকুবকে মৃত ঘোষণা করেন।
মাদারগঞ্জ মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ফিরোজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ জার্নাল/এমপি