ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩৫ মিনিট আগে
শিরোনাম

৪ ঘণ্টা পর দৌলতদিয়ায় ফেরি চলাচল শুরু

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০১৯, ১০:১৭  
আপডেট :
 ২৩ ফেব্রুয়ারি ২০১৯, ১০:২১

৪ ঘণ্টা পর দৌলতদিয়ায় ফেরি চলাচল শুরু

ঘন কুয়াশার কারণে দীর্ঘ সাড়ে ৪ ঘণ্টা বন্ধ থাকার পর দেশের ২১ জেলার প্রবেশদ্বার হিসেবে পরিচিত দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে।

শনিবার সকাল ৯টার দিকে পদ্মার অববাহিকায় কুয়াশার ঘনত্ব কমে গেলে এ রুটে ফেরি চলাচল শুরু করে কর্তৃপক্ষ।

এর আগে ঘন কুয়াশার কারণে নৌ-দুর্ঘটনা এড়াতে ভোর সাড়ে ৪টা থেকে এ রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এ সময় যাত্রী ও যানবাহন নিয়ে মাঝ নদীতে আটকা পড়ে ৪টি ফেরি।

দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় দক্ষিণাঞ্চল থেকে নদী পার হতে আসা কয়েকশ যানবাহন সিরিয়ালে রয়েছে বলে জানা গেছে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মো. আবু আব্দুল্লাহ জানান, পদ্মায় কুয়াশার ঘনত্ব কমে যাওয়ায় সকাল ৯টার দিকে ফেরি চলাচল শুরু হয়েছে। দৌলতদিয়া প্রান্তে নদী পারের জন্য সিরিয়ালে যে যানবাহন গুলো রয়েছে দ্রুত সে চাপও কমে যাবে।

বাংলাদেশ জার্নাল/ওয়াইএ

  • সর্বশেষ
  • পঠিত