ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৫ মিনিট আগে
শিরোনাম

কালবৈশাখী ঝড়ে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত

  গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ০৭ এপ্রিল ২০১৯, ১১:৫২  
আপডেট :
 ০৭ এপ্রিল ২০১৯, ১২:৩০

কালবৈশাখী ঝড়ে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত

গোপালগঞ্জে কাল বৈশাখী ঝড়ে শতাধিক কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। ভেঙে গেছে অসংখ্য গাছপালা। ক্ষতিগ্রস্ত হয়েছে মাঠের ফসল। এছাড়া টিন চাপা পড়ে পোল্ট্রি ফার্মের কয়েক হাজার মুরগীর বাচ্চা মারা গেছে।

শনিবার রাতে গোপালগঞ্জের উপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে যায় এতে সদর উপজেলার ও কোটালীপাড়া উপজেলার কয়েকটি গ্রামের শতাধিক কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে।

ঝড়ে বিভিন্ন স্থানে গাছ ভেঙ্গে পড়ে। গাছ ভেঙ্গে পড়ায় ঢাকা-খুলনা মহাসড়ক ও গোপালগঞ্জ-টেকেরহাট সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে। এছাড়া বিভিন্ন স্থানে ধানসহ ফসল ও আমের ক্ষতি হয়েছে।

গোপালগঞ্জ কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক সমীর কুমার গোস্বামী জানান, কালবৈশাখী ঝড়ে ফসলের কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষয় ক্ষতির পরিমান নিরুপণের কাজ চলছে।

বাংলাদেশ জার্নাল/টিপিবি

  • সর্বশেষ
  • পঠিত