ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ২১ মিনিট আগে
শিরোনাম

শীতলক্ষ্যা তীরের শতাধিত অবৈধ স্থাপনা উচ্ছেদ

  রূপগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ১৫ এপ্রিল ২০১৯, ১৭:০০

শীতলক্ষ্যা তীরের শতাধিত অবৈধ স্থাপনা উচ্ছেদ

রুপগঞ্জে শীতলক্ষ্যা নদীর তারাব এলাকায় অবৈধ স্থাপনায় উচ্ছেদ করেছে (অভ্যন্তরিন নৌ পরিবহন সংস্থা ) বিআইডিব্লিউটিএ।

সোমবার সকাল এগারোটা থেকে বিকেল পর্যন্ত তারাব এলাকা ও ডেমরার সুলতানা কামাল সেতুর সামনে থেকে কাচা, পাকা, আধা কাচা ও বালুর গদি, কাঠের স’মিলসহ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

বিআইডব্লিউটিএর নিবার্হী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এ সময় উপডস্থিত ছিলেন বিআইডব্লিউটিএর নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম পরিচালক গোলজার আলী, উপ-পরিচালক মো: শহীদুল্লাহসহ অনেকে।

আইনশৃংখলা বাহিনীর উপস্থিতিতে বিআইডিব্লউটিএর একটি ভেকু, টাগবোর্ড ও অর্ধশত শ্রমিক হাতুড়ি, শাবল নিয়ে উচ্ছেদ অভিযানে অংশ নেন।

বেশ কয়েকজন অবৈধ স্থাপনার মালিক অভিযোগ করেন, কোন প্রকার নোটিশ না দিয়ে বিআইডিব্লিউটিএর কর্মকর্তারা তাদের স্থাপনা উচ্ছেদ করেছে।

তবে বিআইডিব্লউটি কর্তৃপক্ষ এসব অভিযোগ অস্বীকার করে বলেন, নিয়ম মেনেই উচ্ছেদ করা হচ্ছে।

বাংলাদেশ জার্নাল/টিপিবি

  • সর্বশেষ
  • পঠিত