ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪৬ মিনিট আগে
শিরোনাম

পরকীয়ায় বাধা দেওয়ায় গৃহবধূকে শ্বাসরোধ হত্যা

  মাদারীপুর প্রতিনিধি

প্রকাশ : ১৮ এপ্রিল ২০১৯, ১৫:১২  
আপডেট :
 ১৮ এপ্রিল ২০১৯, ১৫:১৭

পরকীয়ায় বাধা দেওয়ায় গৃহবধূকে শ্বাসরোধ হত্যা

পরকীয়ায় বাধা দেয়ায় মাদারীপুরে সেলিনা আক্তার (৫০) নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। বৃহস্পতিবার ভোরে সদর উপজেলার দক্ষিণ থানতলী এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত হারুন নৌ-বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা।

স্বজনরা জানান, প্রায় ৩০ বছর আগে শিবচর উপজেলার কাদিরপুর ইউনিয়নের মানিক মাস্টারেরকান্দি গ্রামের জমির আলী উকিলের মেয়ে সেলিনার আক্তারের সাথে সদর উপজেলার দুধখালি ইউনিয়নের বড়কান্দি গ্রামের আবু বকর মুন্সীর ছেলে হারুন-অর-রশিদের সাথে বিয়ে হয়।

বিয়ের পর থেকে সেলিনাকে অকারণেই মারধর করতেন স্বামী হারুন। দুই বছর ধরে অপর একটি মেয়ের সাথে হারুণ পরকীয়ায় জড়িয়ে পড়ে। এতে বাঁধা দিলে সেলিনার ওপর নির্যাতন আরো বেড়ে যেতো।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ভোরে সেলিনাকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করা হয় বলে বলে অভিযোগ করেন স্বজনরা। পরে তার মরদেহ সদর হাসপাতালে রেখে পালিয়ে যায় স্বামী হারুন-অর রশীদ।

মাদারীপুর সদর থানার এসআই রকিব হাসান বাংলাদেশ জার্নালকে বলেন, খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ জার্নাল/টিপিবি

  • সর্বশেষ
  • পঠিত