ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ মিনিট আগে
শিরোনাম

মাদারীপুররে মসজিদে জুতা রাখা নিয়ে সংঘর্ষে নিহত ১

  মাদারীপুর প্রতিনিধি

প্রকাশ : ০৮ মে ২০১৯, ১২:১৭  
আপডেট :
 ০৮ মে ২০১৯, ১২:২৯

মাদারীপুররে মসজিদে জুতা রাখা নিয়ে সংঘর্ষে নিহত ১

মাদারীপুরে পরিবহনের সুপারভাইজার মজিবর বেপারি (৫০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা।

মঙ্গলবার রাত সাড়ে ৮টা দিকে রাজৈর উপজেলার আমগ্রাম ইউনিয়নের মঠবাড়ি এলাকার একটি মসজিদে জুতা রাখা নিয়ে এ ঘটনা ঘটে। নিহত মজিবর ওই এলাকার মৃত নওয়াব আলী বেপারীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,মাদারীপুরের রাজৈর উপজেলার আমগ্রাম ইউনিয়নের মঠবাড়ি এলাকায় মসজিদে জুতা রাখাকে কেন্দ্র করে কথা কাটাকাটি ও বাকবিতণ্ডা হয়, আপন মামাত ফুফাত ভাই লিংকন মোল্লা গ্রুপ ও মজিবর বেপারি গ্রুপের মধ্যে।

এরই জের ধরে লিংকন মোল্লা গ্রুপের লোকজন মজিবর বেপারীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক আহত করে। পরে মজিবর বেপারীকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

দীর্ঘদিন যাবৎ লিংকন মোল্লা ও মজিবুর বেপারীর মধ্যে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল।

মাদারীপুর পুলিশ সুপার সুব্রত কুমার হালদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলাদেশ জার্নালকে জানান, এখন এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে।

বাংলাদেশ জার্নাল/টিপিবি

  • সর্বশেষ
  • পঠিত