ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪৯ মিনিট আগে
শিরোনাম

জাতীয় বেতন স্কেলের দাবিতে গ্রাম পুলিশের মানববন্ধন

  গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ২২ মে ২০১৯, ১৪:০৪

জাতীয় বেতন স্কেলের দাবিতে গ্রাম পুলিশের মানববন্ধন

জাতীয় বেতন স্কেলের একদফা দাবিতে গোপালগঞ্জে মানববন্ধন কর্মসূচী পালন ও স্মারকলিপি পেশ করা হয়েছে। বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়ন, গোপালগঞ্জ শাখা এ কর্মসূচী পালন করে।

বুধবার বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সমানের সড়কে দাঁড়িয়ে হাতে হাত ধরে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। এসময় জাতীয় বেতন স্কেলের দাবিতে বিভিন্ন শ্লোগান দেন মানববন্ধনকারীরা।

মানববন্ধন চলাকালে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়ন, গোপালগঞ্জ শাখার সভাপতি মো: আমানত বিশ্বাস, সাধারণ সম্পাদক মো: আখেরুজ্জামান বক্তব্য রাখেন।

জাতীয় বেতন স্কেলের দাবি জানিয়ে বক্তরা বলেন, সারা দেশে ৪৫ হাজার ৬৭০ গ্রাম পুলিশ নিরাপত্তার কাজে নিয়োজিত রয়েছে। কিন্তু বর্তমান সময়ে যে ভাতা দেয়া হয় তা দিয়ে পরিবার চালানো খুবই কষ্টকর।

মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করেন তারা। এ কর্মসূচীতে জেলার ৫ উপজেলার কয়েকশত গ্রাম পুলিশ অংশ নেন।

বাংলাদেশ জার্নাল/টিপিবি

  • সর্বশেষ
  • পঠিত