ঢাকা, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫ মিনিট আগে
শিরোনাম

ঝালকাঠিতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ

  ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশ : ২২ মে ২০১৯, ১৪:৫৪

ঝালকাঠিতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ

ঝালকাঠিতে কৃষকের কাছ থেকে ধান সংগ্রহ করার নির্দেশনা থাকার পরও সরকারি গুদামে বোরো ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ উঠেছে।

স্থানীয় কৃষকদের বঞ্চিত করে গোপন সমঝোতার মাধ্যমে কালোবাজারিদের কাছ থেকে ধান কিনে গুদামজাত করা হচ্ছে বলে অভিযোগ করেছেন ঝালকাঠি সদর উপজেলার কৃষকরা। এ ঘটনায় কৃষকদের মাঝে হতাশা ও ক্ষোভ দেখা দিয়েছে।

কৃষকরা জানান, সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা মঙ্গলবার কালোবাজারিদের কাছ থেকে ছয় টন ধান গুদামে এনে রেখেছেন। কিন্তু প্রকৃত কৃষকের কাছ থেকে তারা ধান সংগ্রহ করেননি। বুধবার সকাল থেকে প্রখর রোদে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও ধান দিতে পারছেন না তারা।

খাদ্য বিভাগের তথ্য মতে, ঝালকাঠি জেলার ৪ উপজেলায় এবছর ১০৪০ টাকা মণ দরে ৩২১ মেট্রিক টন ধান সংগ্রহের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ ব্যাপারে ভারপ্রাপ্ত জেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ আবদুস সালাম বাংলাদেশ জার্নালকে জানান, কৃষি অফিসের তালিকা অনুযায়ী কৃষকদের কাছ থেকে ধান কেনা হচ্ছে। কালোবাজারিদের কাছ থেকে ধান কেনার কথা অস্বীকার করেন তিনি।

বাংলাদেশ জার্নাল/টিপিবি

  • সর্বশেষ
  • পঠিত