ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

হবিগঞ্জে দুই জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

  হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ২৭ মে ২০১৯, ১৩:৫৯  
আপডেট :
 ২৭ মে ২০১৯, ১৪:০৬

হবিগঞ্জে দুই জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি

হবিগঞ্জ সদর ও চুনারুঘাটে এক নারী চা শ্রমিকসহ দুই জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। সোমবার সকালে ও ভোররাতে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

জানা যায়, সোমবার সকালে শহরের বানিয়াচং রোডে কৃষ্ণা রিপিয়ারিং ওয়ার্কসপ মালিক নিহত দিলীপ রায়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

তিনি শহরের উমেদনগর এলাকার দিপংকর রায়ের ছেলে। নিহতের পরিবারের দাবি তাকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে।

পুলিশ জানায়, রাতে দিলীপ তার দোকান বন্ধ করে মুড়ারবন্দ মাজারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। সকালে পরিবারের লোকজন দোকান খুলে তার মরদেহ তীরের সাথে ঝুলতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করে।

এ ব্যাপারে সদর থানার উপ-পরিদর্শক (এসআই) অভিজিৎ ভট্টাচার্য্য বাংলাদেশ জার্নালকে জানান, ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার আগ পর্যন্ত এ ব্যাপারে কিছু বলা যাবে না।

এদিকে, চুনারুঘাট উপজেলার লাল চান চা বাগান থেকে জলিকা মুন্ডা (২২) নামে এক নারী চা শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে চুনারুঘাট থানা পুলিশ।

সোমবার ভোররাতে উপজেলার লাল চান চা বাগানের পাথর টিলায় নিজ ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

সে ওই বাগানের রাজেন মুন্ডার স্ত্রী। ঘটনার খবর পেয়ে চুনারুঘাট থানা পুলিশ মরদেহ উদ্ধার করে সোমবার সকালে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করে। এ ঘটনায় নিহতের স্বামী রাজেন মুন্ডাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে আসেন।

এ ব্যাপারে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমিরুজ্জামান বাংলাদেশ জার্নালকে জানান, ঘটনাটি রহস্যজনক হওয়ায় প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য স্বামীকে আটক করা হয়েছে।

বাংলাদেশ জার্নাল/টিপিবি

  • সর্বশেষ
  • পঠিত