ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩ মিনিট আগে
শিরোনাম

বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের হাতে যুবলীগের কর্মী খুন

  মাদারীপুর প্রতিনিধি

প্রকাশ : ১৯ জুন ২০১৯, ১৫:৪৬

বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের হাতে যুবলীগের কর্মী খুন

মাদারীপুর সদর উপজেলা নির্বাচনে বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের হাতে এরশাদ মুন্সী নামে যুবলীগের এক কর্মী নিহত হয়েছেন।

বুধবার বেলা ১২টার দিকে লঞ্চঘাট এলাকার সীতানাথ সড়কে একা পেয়ে কয়েকজন নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। সদর হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। নিহত এরশাদ মুন্সী শহরের সীতানাথ সড়ক এলাকার বেলায়েত মুন্সীর ছেলে।

নিহতের পরিবারের অভিযোগ, আনারস প্রতীক নিয়ে আওয়ামী লীগের বিদ্রোহী ওবায়দুর রহমান কালু খানের সমর্থক জসিম গৌড়া তার লোকজন নিয়ে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।

মাদারীপুর জেলা যুবলীগের সভাপতি আতহার সরদার বাংলাদেশ জার্নালকে জানান, নিহত এরশাদ মুন্সী মাদারীপুর পৌরসভার ৩নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক আওয়ামী লীগের দলীয় নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে সক্রিয় কর্মী হিসেবে কাজ করায় তার উপর স্থানীয় প্রতিপক্ষের কর্মী-সমর্থকরা ক্ষিপ্ত ছিল।

মাদারীপুর সদর থানার এসআই বাকের করিম হাওলাদার বাংলাদেশ জার্নালকে জানান, সদর হাসপাতালে নিহতের স্বজন ও নেতাকর্মীরা ভীড় ও বিক্ষোভ করছেন। অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এই হত্যাকাণ্ডের ঘটনায় এখনও বিস্তারিত জানতে পারেনি পুলিশ। তবে নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হবে।

উল্লেখ্য, এই নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকে নির্বাচন করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ.ফ.ম. বাহাউদ্দিন নাছিম সমর্থিত জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে। অপরদিকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে নির্বাচন করেন সাবেক নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খানের ছোট ভাই ওবায়দুর রহমান কালু খান। নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ওবাইদুর রহমান কালু খান ৮ হাজার ১৪৩ ভোটের ব্যবধানে ৬১ হাজার ৭০৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

বাংলাদেশ জার্নাল/টিপিবি

  • সর্বশেষ
  • পঠিত