ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩১ মিনিট আগে
শিরোনাম

হত্যা মামলায় ৩ জনের ফাঁসি, ৭ জনের যাবজ্জীবন

  কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ১৯ জুন ২০১৯, ১৭:২৩

হত্যা মামলায় ৩ জনের ফাঁসি, ৭ জনের যাবজ্জীবন

কিশোরগঞ্জে চাঞ্চল্যকর চয়ন হত্যা মামলায় তিনজনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। এছাড়া এ মামলায় সাতজনের যাবজ্জীবন কারাদণ্ডও দেয়া হয়েছে।

বুধবার দুপুরে কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ আদেশ দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন আবদুল আওয়াল, আল-আমিন ও আবদুল করিম। এই সঙ্গে তাদের ৫ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। অন্যদিকে যাবজ্জীবনপ্রাপ্তরা হলেন, সাফিয়া খাতুন, আবদুল কাদির ফকির, সুফল, সোহেল, রিপা আক্তার, মোছা জহুরা খাতুন ওরফে ওজুফা ও আবদুল রউফ ফকির।

এদের মধ্যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবদুল আওয়াল, যাবজ্জীবনপ্রাপ্ত সুফল ও সোহেল পতালক রয়েছেন। তাদের বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।

আদালত সূত্রে জানা গেছে, ২০০৫ সালের ৫ ডিসেম্বর দুপুরে কিশোরগঞ্জ হোসেনপুর উপজেলায় তুচ্ছ বিষয় নিয়ে বিরোধের জেরে এরশাদুল হক চয়নকে ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেন চয়ন উপজেলার শিবলা ইউনিয়নের চাঁনশিদলা গ্রামের জহিদুল ইসলাম রতনের ছেলে।

এ হত্যাকাণ্ডের পর দিন নিহত চয়নের বাবা বাদি হয়ে হোসেনপুর থানা একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে বুধবার এ মামলার রায় ঘোষণা করেন আদালত।

বাংলাদেশ জার্নাল/টিপিবি

  • সর্বশেষ
  • পঠিত