ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

হবিগঞ্জ পৌরসভার উপ-নির্বাচন

ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ শুরু

  হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ২৪ জুন ২০১৯, ১০:৫৮

ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ শুরু

হবিগঞ্জ পৌরসভা মেয়র পদে উপ-নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। সোমবার সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। একটানা বিকেল ৫টা পর্যন্ত ইভিএম পদ্ধতিতে এ ভোটগ্রহণ চলবে। হবিগঞ্জ পৌরবাসী এই প্রথম ইভিএম-এর বাটনে চাপ দিয়ে নিজের ভোট প্রয়োগ করছেন।

এদিকে এখন পর্যন্ত ভোট কেন্দ্রগুলোতে তেমন ভোটার উপস্থিতি লক্ষ করা যায়নি। তবে বেলা বাড়ার সাথে সাথে ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি বাড়তে পারে বলে ধারণা করছেন নির্বাচন কর্মকর্তারা।

হবিগঞ্জ পৌরসভার নির্বাচনে এবার ৪৭ হাজার ৮২০ জন ভোটার রয়েছেন। এর মধ্যে পুরুষ ২৩ হাজার ৮৩৮ জন ও নারী ২৩ হাজার ৯৮২ জন। নির্বাচনে মোট ভোট কেন্দ্র রয়েছে ২০টি, ভোট কক্ষ ১৪১টি।

প্রত্যেক কেন্দ্রে ১ জন প্রিজাইডিং অফিসার দায়িত্ব পালন করবেন। সহকারি প্রিজাইডিং অফিসার ১৪১ জন ও পোলিং অফিসার ২৮২ জন দায়িত্ব পালন করবেন। আইন-শৃঙ্খলার দায়িত্বে পুলিশ, র‌্যাব, বিজিবি থাকবে।

নির্বাচনে মেয়র পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে আওয়ামী লীগের চারজন ও বাঁকি একজন বিএনপি নেতা।

প্রার্থীরা হলেন, আওয়ামী লীগ মনোনীত মিজানুর রহমান মিজান (নৌকা), আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী পৌর আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট নিলাদ্রী শেখর পুরস্কায়স্থ টিটু (নারিকেল গাছ), স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক এম ইসলাম তরফদার তনু (মোবাইল ফোন), আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সৈয়দ কামরুল হাসান (জগ) ও আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মর্তুজ আলী (চামচ)।

এদিকে, নির্বাচনকে সুষ্ঠু করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে প্রশাসন। ভোটকেন্দ্রগুলোতে পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহীনির সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া নির্বাচনী বিধি অনুযায়ী রোববার মধ্যরাত থেকে প্রচার-প্রচারণা শেষ হয়েছে।

রিটার্নিং অফিসার খোরশেদ আলম বাংলাদেশ জার্নালকে জানান, সুষ্ঠুভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। ভোটাররা লাইনে দাঁড়িয়ে নিজেদের ভোট প্রয়োগ করছেন। এছাড়া যেহেতু এই প্রথম হবিগঞ্জে ইভিএম পদ্ধতিতে ভোট হচ্ছে তাই ইতোমধ্যে প্রতিটি কেন্দ্রে ডামি ভোট অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ জার্নাল/টিপিবি

  • সর্বশেষ
  • পঠিত