ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ১১ মিনিট আগে
শিরোনাম

বাস-মাইক্রোবাস সংঘর্ষে সাব-রেজিস্টারসহ নিহত ২

  গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ : ০৬ আগস্ট ২০১৯, ১৪:৪০  
আপডেট :
 ০৬ আগস্ট ২০১৯, ১৬:২১

বাস-মাইক্রোবাস সংঘর্ষে সাব-রেজিস্টারসহ নিহত ২

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন পাঁচজন।

মঙ্গলবার সকাল ১১টার দিকে উপজেলার বোয়ালিয়া চক্ষু হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুইজন হলেন- কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলা সাব-রেজিস্টার নুসরাত জাহান কুমু (৩৭) ও তার গৃহকর্মী জান্নাত খাতুন (১৩)।

প্রত্যক্ষদর্শীরা জানান, শঠিবাড়ি সেবা পরিবহন নামে যাত্রীবাহী একটি বাস বগুড়া থেকে রংপুরে যাচ্ছিল। বাসটি চক্ষু হাসপাতালের সামনে পৌঁছালে ঢাকাগামী একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সাব-রেজিস্টার নুসরাত জাহান ও তার গৃহকর্মী জান্নাত নিহত হন। এসময় মাইক্রোবাসের চালকসহ পাঁচজন আহত হন। দুর্ঘটনায় মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি আবদুল কাদের জিলানি জানান, নুসরাত জাহান কুমু কুড়িগ্রাম থেকে মাইক্রোবাসে করে তার শিশু সন্তানসহ ঢাকা যাচ্ছিলেন। পথিমধ্যে ওই দুর্ঘটনা ঘটে।নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে।

তিনি জানান, আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে মাইক্রোবাস চালকের অবস্থা গুরুতর। তবে নিহত নুসরাতের সঙ্গে থাকা শিশু সন্তান সুস্থ রয়েছে।

বাংলাদেশ জার্নাল/এনকে

  • সর্বশেষ
  • পঠিত