ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪ মিনিট আগে
শিরোনাম

গ্রেনেড হামলার রায় কার্যকরের দাবিতে পিরোজপুরে মানববন্ধন

  পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ : ২১ আগস্ট ২০১৯, ১৭:৩৭  
আপডেট :
 ২১ আগস্ট ২০১৯, ১৭:৪৪

গ্রেনেড হামলার রায় কার্যকরের দাবিতে পিরোজপুরে মানববন্ধন

২১ আগস্ট গ্রেনেড হামলায় জড়িতদের রায় কার্যকরের দাবিতে পিরোজপুরে মানববন্ধন করেছে জেলা স্বেচ্ছাসেবক লীগ। বুধবার সকালে শহরের গোপাল কৃষ্ণ টাউন ক্লাব সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে জেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক শফিউল হক মিঠু, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবকলীগ নেতা রাসেল পারভেজ রাজা, সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সুমন সিকদার, সাধারণ সম্পাদক জসিম হালাদার রায়হান, স্বেচ্ছাসেবকলীগের পৌর যুগ্ম আহবায়ক শেখ হাসান মামুন, সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি জহিরুল ইসলাম জিহান, যুগ্ম সাধারণ সম্পাদক রাইসুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

মানববন্ধনে বক্তারা বলেন, আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করার জন্যই ২১ আগস্ট সন্ত্রাসবিরোধী শান্তি সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলা চালানো হয়। সেইদিন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টার মধ্যদিয়ে দেশকে অন্ধকারে পতিত করার ষড়যন্ত্র চালানো হয়। কিন্তু দেশরত্ন শেখ হাসিনা অলৌকিকভাবে বেঁচে যান। এ গ্রেনেড ও জঙ্গি হামলার মূল পরিকল্পনাকারী ছিল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পুত্র তারেক রহমান। তারেক রহমান এখনো লন্ডনে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।

বক্তারা আরো বলেন, সেদিনের ভয়াবহ ও নারকীয় হামলায় রক্তাক্ত হয়েছিল বাংলাদেশ। এ হামলায় জড়িতদের ফাঁসি কার্যকরসহ যারা বিদেশে পালিয়ে আছে তাদেরকে দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে।

বাংলাদেশ জার্নাল/এনকে

  • সর্বশেষ
  • পঠিত