ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৪ মিনিট আগে
শিরোনাম

গ্রেনেড হামলা দিবসে সুনামগঞ্জে আওয়ামী লীগের গণমিছিল

  সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ২১ আগস্ট ২০১৯, ১৯:৪৮

গ্রেনেড হামলা দিবসে সুনামগঞ্জে আওয়ামী লীগের গণমিছিল

২১ আগস্ট বর্বোরচিত গ্রেনেড হামলার মূল আসামিসহ সকল আসামির বিচারের রায় কার্যকরের দাবিতে সুনামগঞ্জে গণমিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে জেলা আওয়ামী লীগ এ কর্মসূচির আয়োজন করে।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমনের নেতৃত্বে শহরের শহীদ আবুল হোসেন মিলনায়তন থেকে একটি গণমিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।

পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ইসতিয়াক শামীমের সঞ্চলনায় সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন, সহসভাপতি শফিকুল আলম, যুগ্ম-সাধারণ সম্পাদক নান্টু রায়, সাংগঠনিক সম্পাদক সিরাজুর রহমান সিরাজ, আওয়ামীলীগ নেতা দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, মোবারক হোসেন, শাহ আবু নাসের, মনিষ কান্তি দে মিন্টু, নূরে আলম সিদ্দিকী উজ্জল প্রমুখ বক্তব্য রাখন।

আলোচনা সভায় আইভী রহমানসহ নিহতদের আত্মার শান্তি কামনা এবং হামলার পরিকল্পনাকারী তারেক রহমানসহ জড়িতদেরকে ফাঁসি কার্যকরের দাবি জানানো হয়।

এদিকে, একই দাবিতে দুপুরে জেলা যুবলীগ ও জেলা স্বেচ্ছাসেবকলীগের আয়োজনে আলাদাভাবে শহরের রমিজ বিপণীস্থ আওয়ামী লীগের কার্যালয়ে গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে সুনামগঞ্জে র‌্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

জেলা যুবলীগের সিনিয়র সদস্য নুরুল ইসলাম বজলুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সদর আওয়ামী লীগের সভাপতি হাজী আবুল কালাম।

এছাড়াও জেলা আওয়ামী লীগের মানব সম্পদ বিষয়ক সম্পাদক সীতেশ তালুকদার মঞ্জু, জেলা তরুণলীগের সভাপতি মো. নাজমুল হুদা বকুল, জেলা যুবলীগের সিনিয়র সদস্য সবুজ কান্তি দাস, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু, জেলা ছাত্রলীগের সভাপতি দিপংঙ্কর কান্তি দে প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, ২০০৪ সালের আজকের এইদিনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে সন্ত্রাসবিরোধী জনসভায় বিএনপি জামায়াত জোট পরিকল্পিত হামলা চালায়। এতে মহিলা আওয়ামী লীগের সভানেত্রী আইভি রহমানসহ ২৪ জন দলীয় নেতাকর্মীরা নিহত হন।

অবিলম্বে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত লন্ডনে পালিয়ে থাকা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ পালিয়ে থাকা সকলকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকরের জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছি।

বাংলাদেশ জার্নাল/এনকে

  • সর্বশেষ
  • পঠিত