ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ মিনিট আগে
শিরোনাম

আমি এখন আর প্রকাশ্যে চা খাই না: তাহেরী

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০১৯, ১১:১২  
আপডেট :
 ০৬ সেপ্টেম্বর ২০১৯, ১৪:০৮

আমি এখন আর প্রকাশ্যে চা খাই না: তাহেরী
ফাইল ফটো

কেউ কথা কইয়েন না, একটু চা খাব? খাই একটু? আপনারা খাবেন? ঢেলে দেই? (মুচকি হেসে আবারও) ঢেলে দেই? ... ‘ভাই পরিবেশটা সুন্দর না? কোনো হইচই আছে? আমি কি কাউকে গালি দিয়েছি? কারোর বিরুদ্ধে বলতেছি? এরপরও সকালে একদল লোক বলবে, তাহেরী বালা (ভালো) না।’

এমন কিছু বক্তব্য এখন যেন আমাদের মুখেমুখে। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমেও এই বক্তব্যের ভিডিওগুলো রীতিমতো ভাইরাল।

‘দাওয়াতে ঈমানী বাংলাদেশ সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও এই সময়ের আলোচিত এবং সমালোচিত ইসলামী বক্তা মুফতি মুহম্মদ গিয়াস উদ্দিন আত-তাহেরী এসব বক্তব্য দিয়ে এখন রীতিমত সেলেব্রিটি বনে গেছেন।

এর ফলে মামলার মুখেও পড়েছিলেন তাহেরী। তবে বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক আ স ম জগলুল হোসেন মামলাটি গ্রহণ করার মতো পর্যাপ্ত উপাদান না পাওয়ার কারণে তা খারিজ করে দেন। এমনকি এসব উদ্ভট কথা বা বক্তব্যের জন্য তাহেরী তার নিজের ভুলও স্বীকার করেছেন গণমাধ্যমে।

এদিকে বৃহস্পতিবার বিকেলে হবিগঞ্জ জেলার মাধবপুরে নোয়াপাড়া গ্রামে রায়হানীয়া দরবার শরীফে কথা হয় তাহেরীর সঙ্গে। এসময় তিনি বলেন, ‘আমি এখন আর ওয়াজ মাহফিলে প্রকাশ্যে চা খাই না। চা খেলে আবার কোন সমালোচনায় পড়ি। এই ভয়ে এখন আর মাহফিলে চা খাই না।’

এসময় কিছুটা দুঃখ প্রকাশ করে তিনি বলেন, ‘একটি মাহফিলে ২-৩ ঘণ্টা কথা বলতে হয়। কথা বলতে বলতে গলা শুকিয়ে যায়। তারপরও এখন আর প্রকাশ্যে চা খাই না। কাউকে চা খাবেন, বলিও না।’

বাংলাদেশ জার্নাল/ওয়াইএ

  • সর্বশেষ
  • পঠিত