ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

বিধবার ঘরে আপত্তিকর অবস্থায় হাতেনাতে ধরা ব্যবসায়ী

  রাজবাড়ি প্রতিনিধি

প্রকাশ : ১৬ নভেম্বর ২০১৯, ১৬:১৪

বিধবার ঘরে আপত্তিকর অবস্থায় হাতেনাতে ধরা ব্যবসায়ী

গভীর রাতে এক বিধবার ঘরে আপত্তিকর অবস্থায় ধরা পড়েছে এক ব্যবসায়ী। দু’জনকে সারারাত গাছের সাথে বেঁধে রেখে সকালে গ্রামবাসীকে জড়ো করে ১০ লাখ টাকা কাবিনে বিয়ে দেয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত ২টার দিকে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের খালিয়া গ্রামে। বিষয়টি টক অব দ্যা ইউপিতে পরিণত হয়েছে।

এলাকার লোকজন বলেন, উপজেলার নারুয়া ইউনিয়নের শোলাবাড়ীয়া গ্রামের বাসিন্দা ও নারুয়া বাজারের গুড় ব্যবসায়ী মো. মইজুদ্দিন (৫৫) পাশের খালিয়া গ্রামের মৃত জনাব আলী ফকিরের স্ত্রী ৪ সন্তানের জননী আলেয়া বেগমের (৫০) সঙ্গে দীর্ঘদিন ধরে পরকীয়া করে আসছিল।

এলাকার লোকজন এনিয়ে নানা ধরনের কথাবার্তা বললেও মইজুদ্দিন তা সত্ত্বেও ওই বাড়িতে যাতায়াত অব্যাহত রাখে।

শুক্রবার রাত ২টার দিকে মইজুদ্দিন ওই বিধবার ঘরে ঢুকে অসামাজিক কার্যকলাপ করা অবস্থায় গ্রামবাসী তাকে হাতেনাতে আটক করে। পরে দু’জনকে গাছের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে রাখে।

শনিবার সকালে গ্রামবাসীর উপস্থিতিতে দু’জনই বিয়েতে সম্মতি দেওয়ায় স্থানীয় মসজিদের ইমাম ওমর আলী ১০ লাখ টাকা কাবিনে তাদের বিয়ে পড়ান।

বিষয়টি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়ায় টক অব দ্যা ইউপিতে পরিণত হয়েছে। নারুয়া বাজারের ব্যবসায়ী, চায়ের দোকানসহ সর্বত্র মইজুদ্দিনের রসালো প্রেম কাহিনীর গল্পে মেতেছেন।

বাংলাদেশ জার্নাল/ওয়াইএ

  • সর্বশেষ
  • পঠিত