ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৬ মিনিট আগে
শিরোনাম

ভুয়া নম্বর প্লেট লাগিয়ে অটোরিকশা বিক্রি, গ্রেপ্তার ২

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৪ মার্চ ২০২১, ১৯:৫১

ভুয়া নম্বর প্লেট লাগিয়ে অটোরিকশা বিক্রি, গ্রেপ্তার ২
ছবি নিজস্ব

দেশের বিভিন্ন জেলা থেকে চোরাই সিএনজিচালিত অটোরিকশা ঢাকায় এনে নম্বর প্লেট ও ভুয়া কাগজপত্র করতো একটি চক্র। তারপর রং করে বিক্রি করতো। চক্রটি এক একটি থ্রি হুইলার অটোরিকশার ১৩ থেকে ১৪ লাখ টাকায় বিক্রি করতো। এমন একটি চক্রের দুজন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- শাহ আলম ও জামাল। প্রথম জন গাড়ির চালক, দ্বিতীয় জন টেকনিশিয়ান।

অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) বুধবার সকালে রাজধানীর দক্ষিণ যাত্রাবাড়ী ধোলাইর পাড় শাহ আলমের গ্যারেজে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

বৃহস্পতিবার (৪ মার্চ) সিআইডি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সিআইডির অতিরিক্ত উপমহাপরিদর্শক শেখ ওমর ফারুক এ বিষয়ে বিস্তারিত জানান।

তিনি বলেন, শাহ আলমের গ্যারেজে চোরাই অটোরিকশা বিক্রি হয়। এই গ্যারেজ থেকে পাঁচটি অটোরিকশা জব্দ করা হয়েছে। এগুলো কুমিল্লা, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া থেকে সংগ্রহ করা। এগুলো প্রথমে ঢাকার কাচপুরে আসে, সেখান থেকে আসে শাহ আলমের গ্যারেজে।

‘সেখানে ভুয়া নম্বর প্লেট দেয়া হয়। তারপর রং করে বিক্রি করা হয়। শাহ আলম গত দুই মাসে ১৫ থেকে ২০টি চোরাই সিএনজিচালিত অটোরিকশা এনে বিক্রি করেছে। এগুলোর নম্বর প্লেট ও কাগজপত্র সব ভুয়া।’

গ্রেপ্তারদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা করা হয়েছে বলে জানান সিআইডির এই কর্মকর্তা।

বাংলাদেশ জার্নাল/ওয়াইএ

  • সর্বশেষ
  • পঠিত