ঢাকা, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

মেট্রোরেল স্টেশন থেকে ইট পড়ে পথচারীর মৃত্যু

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ৩০ মে ২০২২, ১৪:৩৪

মেট্রোরেল স্টেশন থেকে ইট পড়ে পথচারীর মৃত্যু

রাজধানীর পল্লবীতে মেট্রোরেল প্রকল্পের নির্মাণাধীন স্টেশনের দেয়াল থেকে পড়া ইট মাথায় লেগে এক পথচারীর মৃত্যু হয়েছে। সোমবার সকালে মিরপুর সাড়ে ১১ নম্বরে পল্লবী এলাকায় ইসলামী ব্যাংক হাসপাতালের সামনে মেট্রোরেলের ৫ নম্বর স্টেশনের ২০৩ নম্বর পিলারের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সোহেল তালুকদারের বয়স ৪৮ বছর। মিরপুর-১০ নম্বর সেকশনের শাহ আলী শপিং কমপ্লেক্সের চতুর্থ তলার সিরাজ জুয়েলার্সে কাজ করতেন তিনি। সকালে কর্মস্থলে যাওয়ার পথে তিনি দুর্ঘটনায় পড়েন।

দশ বছর বয়সী মেয়েকে নিয়ে সোহেল মিরপুর-১২ নম্বর এলাকায় এক বাসায় তার ভাইয়ের সঙ্গে ভাড়া থাকতেন, তাদের গ্রামের বাড়ি বগুড়ায়।

বিষয়টি নিশ্চিত করেছেন পল্লবী থানার পরিদর্শক উদয় কুমার।

তিনি বলেন, নির্মাণাধীন মেট্রোরেল স্টেশনের দেয়ালের কিছু অংশ ভেঙে নিচে পড়লে পথচারী সোহেল মাথায় আঘাত পেয়ে মারা যান।

সোহেলের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

পল্লবী থানার ডিউটি অফিসার উপ পরিদর্শক সালমা আক্তার জানান, দুপুর পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি, কাউকে আটক বা গ্রেপ্তারও করা হয়নি।

বাংলাদেশ জার্নাল/এমএম

  • সর্বশেষ
  • পঠিত