ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৮ মিনিট আগে
শিরোনাম

জাল সনদ ও তৈরির সরঞ্জামসহ গ্রেপ্তার ১

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৬ আগস্ট ২০২২, ১৯:৫৭

জাল সনদ ও তৈরির সরঞ্জামসহ গ্রেপ্তার ১

রাজধানীর কদমতলী এলাকায় অভিযান চালিয়ে জাল সনদ ও তা তৈরির সরঞ্জামাদিসহ জনি দাস (৩৫) নামের একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০। সোমবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের সময় তার কাছে থেকে মনিটর, সিপিইউ, কালার প্রিন্টার, কি-বোর্ড, হার্ড ডিক্স, মাউস, পেন ড্রাইভ, কার্ড রিডার, ১০টি এসএসসি-এইচএসসি পরীক্ষার জাল সার্টিফিকেট, জাল এনআইডি কার্ড, জাল এনআইডি স্মার্ট কার্ড ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

র‌্যাব-১০ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তি বেশ কিছুদিন ধরে বিভিন্ন শিক্ষাবোর্ডের এসএসসি, এইচএসসি, দাখিল, আলিম এবং সরকারি-বেসরকারি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অনার্স ও মাস্টার্সের জাল সার্টিফিকেট তৈরী করছিলেন। টাকার বিনিময়ে বিভিন্ন জাল সনদপত্র তৈরি করে ব্যবসার আড়ালে জালিয়াতি কর্মকান্ড চালাচ্ছিলেন। গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ জার্নাল/সুজন/এমএম

  • সর্বশেষ
  • পঠিত