ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ মিনিট আগে
শিরোনাম

শরীরে স্লোগান লিখে নিত্যপণ্যের দাম কমানোর দাবি মোখলেছুরের

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৯ আগস্ট ২০২২, ১৭:৩৬  
আপডেট :
 ১৯ আগস্ট ২০২২, ১৭:৪৫

শরীরে স্লোগান লিখে নিত্যপণ্যের দাম কমানোর দাবি মোখলেছুরের

রাজধানীতে মোখলেছুর রহমান নামের এক ব্যক্তি নিজের গায়ে বিভিন্ন স্লোগান লিখে জ্বালানি তেল ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানোর দাবি জানিয়েছেন।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান নিয়ে এ দাবি জানান তিনি।

মোখলেছুর তার শরীরের সামনের অংশে লিখেন, জ্বালানি তেলের বর্ধিত মূল্য বাতিল করো। বাঁ হাতে লিখেছেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি থামাও আর তার ডান হাতে লেখা, নিত্যপণ্যের দাম কমাও।

মোখলেছুর রহমানের গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার জামালপুরে। এখন পরিবার নিয়ে লালমাটিয়ায় থাকেন। রাজধানীর তেজগাঁও কলেজ থেকে হিসাববিজ্ঞান বিভাগে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন।

মোখলেছুর রহমান গণমাধ্যমকে বলেন, সব সময় ব্যানার ও ফেস্টুন নিয়েই দাঁড়ানো হয়। তবে জ্বালানি তেল ও নিত্যপণ্যের দাম বাড়ায় মানুষকে অসহনীয় সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তাই ব্যতিক্রমী প্রতিবাদ হিসেবে এবং যেন দাম কমানোর উদ্যোগ নেয়া হয়, সেই লক্ষ্যে নিজের শরীরে লিখেছি।

মোখলেছুর রহমান আরও বলেন, ২০১৩ সাল থেকে নিজের বিবেকের তাড়নায় এককভাবে দেশের মানুষের বিভিন্ন সমস্যা এবং সমাজে বিভিন্ন অসংগতি নিয়ে প্রতিবাদ ও সামাজিক সচেতনতামূলক কাজ করছেন। মাঝেমধ্যে পরিবারের সদস্যরাও তার সঙ্গে যোগ দেন।

বাংলাদেশ জার্নাল/এমএম

  • সর্বশেষ
  • পঠিত