স্বাপ্রঅ ঠিকাদার সমিতির উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৯ মার্চ ২০২৩, ২২:৪৫

স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ঠিকাদার কল্যাণ সমিতির উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কেক কাটার পর বঙ্গবন্ধুর বিদেহী আত্মার শান্তি কামনায় এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
রোববার দুপুরে মতিঝিলের ১০৫-১৯৬ নম্বর স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কার্যালয়ের নিচতলায় এই অনুষ্ঠানটি হয়। ঠিকাদার কল্যাণ সমিতির সদস্যদের উপস্থিতিতে সংগঠনের সভাপতি আবিদ হাসান বিপ্লব কেক কাটেন ও পরে দোয়া করা হয়।
অনুষ্ঠানে বঙ্গবন্ধুর বিদেহী আত্মার মাগফিরাত চেয়ে এবং বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘাযু ও সুস্থতা কামনা করে দেশ ও মানুষের কল্যাণে প্রার্থনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, ওমর ফারুক, আলী আযম, এনামুল হক নকীব, আফজাল হোসেন নকীব, জাফর ইকবাল বিপুল, রেজওয়ানুল ইসলাম, আমিনুল ইসলাম মনিরসহ অন্যান্যরা।
বাংলাদেশ জার্নাল/আরকে