বাংলাদেশ ব্যাংকের বাসে আগুন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৩, ১৬:৫৮ আপডেট : ২০ নভেম্বর ২০২৩, ১৭:১১
রাজধানীর মতিঝিলের বাংলাদেশ ব্যাংকের স্টাফ বাসে আগুন দিয়েছে দুস্কৃতিকারী। সোমবার (২০ নভেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার এরশাদ হোসাইন এ তথ্য নিশ্চিত করে বলেন, মতিঝিল মধুমিতা সিনেমা হলের গলির মুখে একটি বাসে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট যাওয়ার আগেই আগুন নিভে যায়।
তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
এর আগে দুপুর ২টা ৩৫ মিনিটে মিরপুর-১০ নম্বরে বিআরটিসির একটি দোতলা বাসে আগুন দেয়ার ঘটনা ঘটে। পরে খবর পেয়ে আগুন নির্বাপণ করে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।
বিএনপি-জামায়াত ও সমমনা রাজনৈতিক দলের ডাকা ৪৮ ঘণ্টার হরতালে ১৮টি যানবাহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ১৯ নভেম্বর থেকে ২০ নভেম্বর সকাল ৯টা পর্যন্ত দুর্বৃত্তরা ১৮টি যানবাহনে অগ্নিসংযোগ করে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
বাংলাদেশ জার্নাল/সামি