ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ৯ মিনিট আগে
শিরোনাম

মুক্তিযোদ্ধা কোটা বহালের দাবিতে আল্টিমেটাম

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:৫৮

মুক্তিযোদ্ধা কোটা বহালের দাবিতে আল্টিমেটাম

প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা বহাল রাখার দাবিতে মানববন্ধন করেছে জাতীয় সম্মিলিত মুক্তিযোদ্ধা ফাউন্ডেশন ও মুক্তিযোদ্ধা মেজর জিয়াউদ্দিন স্মৃতি পরিষদ নামের দুটি সংগঠন। মানববন্ধন থেকে সংগঠনটির নেতা-কর্মীরা দাবি পূরণে সরকারকে এক মাসের আল্টিমেটাম দেন।

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে সংগঠন দুটি এ মানববন্ধন কর্মসূচি পালন করে।

জাতীয় সম্মিলিত মুক্তিযোদ্ধা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক জি কে বাবুল বলেন, ‘মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে দেশকে স্বাধীন করেছি। তাই আমাদের সম্মানার্থে মুক্তিযোদ্ধা কোটা আগামী এক মাসের মধ্যে বহাল করতে হবে।’

আসন্ন উপজেলা নির্বাচনে রাজাকারদের কোনো স্থান নেই উল্লেখ করে তিনি বলেন, ‘নির্বাচনে যেন কোন রাজাকার বা তার বংশধররা অংশগ্রহণ করতে না পারে সেদিকে সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে। প্রধানমন্ত্রীকে অনুরোধ করে বলতে চাই, আপনি নির্বাচন কমিশনকে বলে দেন, যেন নির্বাচনে কোন রাজাকার অংশগ্রহণ করতে না পারে।’

মানববন্ধনে মুক্তিযোদ্ধা মেজর জিয়াউদ্দিন স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. শাহ আলম মল্লিকসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ জার্নাল/ওয়াইএ

  • সর্বশেষ
  • পঠিত