ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ ঘন্টা আগে
শিরোনাম

চকবাজারে হঠাৎ উত্তেজনা

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:০২  
আপডেট :
 ২৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:০৫

চকবাজারে হঠাৎ উত্তেজনা

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন বলেছেন, পুরান ঢাকার চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছিল গ্যাস সিলিন্ডার থেকে।

ভিডিও ফুটেজে এমনটি দেখা গেছে বলে দাবি করে মেয়র বলেন, ‘অগ্নিকাণ্ডের ঘটনার সূত্রপাতের সময়ের একটি ভিডিও ফুটেজ পাওয়া গেছে। পুলিশের একটি বিশ্বস্ত সূত্র আমাকে জানিয়েছেন, একটি গাড়ির সিলিন্ডার থেকে এ আগুনের সূত্রপাত হয়। ওই গাড়ির সিলিন্ডার থেকে পাশের আরেকটি গাড়ির সিলিন্ডারে প্রথমে আগুন লাগে। এরপর মুহূর্তের মধ্যেই ভবনটিতে আগুন ছড়িয়ে পড়ে।’

তিনি বলেন, ‘ওয়াহেদ ম্যানসনের বেজম্যান্টে থাকা কেমিক্যাল অপসারণের মধ্য দিয়ে শুরু হল পুরান ঢাকার কেমিক্যাল গোডাউন সমূহ উচ্ছেদ অভিযান কার্যক্রম।’

‘এ অভিযান সমগ্র পুরান ঢাকা থেকে অবৈধ কেমিক্যাল কারখানা অপসারণ না হওয়া পর্যন্ত চলবে। তবে কোনো বাড়ির মালিক যদি কেমিক্যাল থাকার তথ্য না দেয় এবং সেটি পরে জানা যায় তাহলে সেই বাড়ির মালিকের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার হুশিয়ারি দেন মেয়র।’

শনিবার দুপুর ২টার দিকে পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টা এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া ওয়াহেদ ম্যানসনের বেজম্যান্টে থাকা কেমিক্যাল অপসারণ কার্যক্রম সূচনাকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মেয়রের চলে যাওয়ার পরপরই পুরান ঢাকার চুড়িহাট্টার চার গলির ব্যবসায়ীরা উত্তেজিত হয়ে পড়েন। তারা একখানে হয়ে দাবি জানান, কেমিক্যাল গুদাম অপসারণ না করে গ্যাস সিলিন্ডার বন্ধ করতে হবে। কারণ আগুন লাগার প্রধান কারণ হচ্ছে সিলিন্ডার।

তারা বলেন, একটি মহল এলাকা থেকে কেমিক্যাল গুদাম আপসারণের জন্য এ ধরণের অপপ্রচার চালাচ্ছে। যদি কেমিক্যাল গুদাম বন্ধ করা হয়, তাহলে আমার কঠোর আন্দোলনে যাবো। প্রয়োজনে কঠোর কর্মসূচির ঘোষষা দেয়া হবে।

বাংলাদেশ জার্নাল/এনএসএস/ওয়াইএ

  • সর্বশেষ
  • পঠিত