ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪৫ মিনিট আগে
শিরোনাম

জাতীয় হেল্পলাইন ৩৩৩ এর মাধ্যমে সেবা দিয়ে সম্মাননা পেলেন নূর আলম

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২২, ১৩:০৩

জাতীয় হেল্পলাইন ৩৩৩ এর মাধ্যমে সেবা দিয়ে সম্মাননা পেলেন নূর আলম
জাতীয় হেল্পলাইনে সেচ্ছাসেবী উদ্যোক্তোদের সম্মাননা প্রদান।

কোভিড-১৯ চলাকালীন সরকারের জাতীয় হেল্পলাইন ৩৩৩ এর মাধ্যমে জনগণকে সেবা দিয়ে সম্মাননা পেলেন গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার খান্দারপাড়া ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা নূর আলম শেখ।

কক্সবাজারের একটি হোটেলে ৩৩৩ জাতীয় হেল্পলাইন সেচ্ছাসেবী উদ্যোক্তা সম্মেলনে তাকে এ সম্মাননা দেয়া হয়। এটুআই- এসপায়ার টু ইনোভেট, আইসিটি ডিভিশন বাংলাদেশ এই অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কক্সবাজার জেলা প্রশাসক মামুনুর রশিদ। প্রধান অতিথি ছিলেন এটুআই- এসপায়ার টু ইনোভেট প্রকল্পের পরিচালক (যুগ্ম-সচিব) ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর। বিশেষ অতিথি ছিলেন মন্ত্রীপরিষদ বিভাগের যুগ্ম সচিব মোঃ সাইফুল ইসলাম।

কোভিড ১৯ চলাকালীন সময়ে দেশের মানুষ যখন ঘর থেকে বের হতে পারত না, ঠিক ওই সময় সরকারের ৩৩৩ জাতীয় হেল্পলাইনের মাধ্যমে দেশের শতাধিক উদোক্তাদের সমন্বয়ে মানুষের ঘরে খাদ্য সহায়তা সহ বিভিন্ন সহযোগিতা প্রদান করা হয়েছিল। তারই প্রেক্ষিতে ৩৩৩ জাতীয় হেল্পলাইনে সেচ্ছাসেবী উদ্যোক্তোদের এ সম্মাননা দেয়া হয়েছে।

বাংলাদেশ জার্নাল/ওএফ

  • সর্বশেষ
  • পঠিত