ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ২২ মিনিট আগে
শিরোনাম

সপ্তাহ ব্যবধানে কমলো সোনার দাম

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১৫ মার্চ ২০২২, ২৩:১৪  
আপডেট :
 ১৫ মার্চ ২০২২, ২৩:২৭

সপ্তাহ ব্যবধানে কমলো সোনার দাম

দেশের বাজারে এক সপ্তাহের ব্যবধানে ২২ ক্যারেটের সোনার দাম ভরিতে ১ হাজার ১৬৬ টাকা কমেছে। এর ফলে বুধবার থেকে এ মানের প্রতি ভরি সোনার দাম পড়বে ৭৮ হাজার ১৪৮ দশমিক ৮০ টাকা।

বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির চেয়ারম্যান এম. এ হান্নান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে মঙ্গলবার রাতে স্বর্ণের মূল্য নির্ধারণের খবর গণমাধ্যমকে জানানো হয়।

নতুন দাম অনুসারে ২১ ক্যারেটের প্রতি ভরির দাম পড়বে ৭৪ হাজার ৬৪৯ দশমিক ৬০ টাকা। আগে দাম ছিল ৭৫ হাজার ৬৯৯ দশমিক ৩৬ টাকা। ভরিতে দাম কমেছে ১০৪৯ দশমিক ৭৬ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম পড়বে ৬৪ হাজার ৩৫ দশমিক ৩৬ টাকা। বর্তমান দাম রয়েছে ৬৪ হাজার ৯৬৮ দশমিক ৪৮ টাকা। দাম কমেছে ভরিতে ৯৩৩ দশমিক ১২ টাকা।

এছাড়া সনাতন পদ্ধতিতে স্বর্ণ প্রতি ভরির দাম ধরা হয়েছে ৫৩ হাজার ৩৬২ দশমিক ৪০ টাকা। বর্তমান দাম রয়েছে ৫৪ হাজার ৬২ দশমিক ৬৪ টাকা। ভরিতে দাম বেড়েছে ৭০০ দশমিক ২৪ টাকা।

এর আগে প্রথমে ৩ মার্চ সোনার দাম বাড়িয়েছিলো বাজুস। এর ৫ দিন পর ৮ মার্চ আবার প্রতি ভরিতে সোনার দাম ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করেছিলো বাংলাদেশ জুয়েলার্স সমিতি। ফ‌লে তখন দেশের বাজা‌রে ভা‌লো মানের সোনা প্রতি ভরির দাম ছিলো ৭৯ হাজার ৩১৫ টাকা।

বাংলাদেশ জার্নার/কেএ

  • সর্বশেষ
  • পঠিত