আউটলেটে হাফ সেঞ্চুরি ট্রান্সকম ফুডের

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২২, ১৯:০৬ | অনলাইন সংস্করণ

  জার্নাল ডেস্ক

ট্রান্সকম ফুড তাদের নতুন যাত্রা শুরু করেছে উত্তরা সেক্টর ৬-এ কেএফসির নতুন আউটলেট উদ্বোধনের মাধ্যমে। এটি ট্রান্সকম ফুড লিমিটেডের ৫০ তম আউটলেট। 

সোমবার উদ্বোধনের পর ট্রান্সকম ফুড এবং কেএফসির কর্মীদের দ্বারা সুবিধাবঞ্চিত শিশুদের আমন্ত্রণ জানানো হয় যেন তারা বিনামূল্যে মজাদার খাবার উপভোগ করতে পারে। 

ট্রান্সকম ফুডের সিইও মি. অমিত দেব থাপা বলেন, বাংলাদেশে যাত্রার শুরু থেকে আমরা কোটি কোটি মানুষের মুখে হাসি ফোটাতে সক্ষম হয়েছি। তবে এই যাত্রায় পাশে থাকার জন্য আমাদের ক্রেতা এবং কর্মীদের ধন্যবাদ জানাচ্ছি। 

ট্রান্সকম ফুড লিমিটেড ২০০৩ সালে যাত্রা শুরু করে। এটি তাদের ৫০ তম এবং কেএফসির ২৮ তম আউটলেট। 

বাংলাদেশ জার্নাল/এমএস