ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ২২ মিনিট আগে
শিরোনাম

রাজধানীতে ৪ দিনব্যাপী তৈরি পোশাক শিল্প পণ্যের প্রদর্শনী

  সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৩, ০০:২০

রাজধানীতে ৪ দিনব্যাপী তৈরি পোশাক শিল্প পণ্যের প্রদর্শনী
রাজধানীতে ৪ দিনব্যাপী তৈরি পোশাক শিল্প পণ্যের প্রদর্শনী।

রাজধানীতে শুরু হচ্ছে তৈরি পোশাক শিল্প পণ্যের চারটি আন্তর্জাতিক প্রদর্শনী। এগুলো হলো- ২০তম গার্মেন্টস টেকনোলজি শো বাংলাদেশ (জিটিবি) ২০২৩, ১২তম আন্তর্জাতিক গার্মেন্টস অ্যাকসেসরিজ অ্যান্ড প্যাকেজিং (জিএপি) ২০২৩, প্রথম ভারত টেক্সটাইল ট্রেড ফেয়ার বাংলাদেশ (আইটিটিএফ) ২০২৩ এবং আন্তর্জাতিক ইর্য়ান অ্যান্ড ফ্রেবিকস এক্সপো। রাজধানীর বসুন্ধরায় আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) আগামী ১১ জানুয়ারি বুধবার থেকে এই প্রদর্শনীগুলো শুরু হবে। শেষ হবে ১৪ জানুয়ারি। চারদিনব্যাপী অনুষ্ঠিতব্য এই চারটি প্রদর্শনী প্রতিদিন সকাল ১০ থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।

গার্মেন্টস শিল্পের সবচেয়ে বড় এই চারটি আন্তর্জাতিক প্রদর্শনীতে গার্মেন্টস মেশিনারি, সুতা, কাপড়, গার্মেন্টস অ্যাক্সেসরিজ এবং প্যাকেজিংয়ের ক্ষেত্রে বাংলাদেশের আরএমজি সেক্টরের বিভিন্ন ধরনের পণ্য প্রদর্শন করা হবে। ৮ জানুয়ারি সোমবার রাজধানীর এক হোটেলে (লা ভিঞ্চি) আয়োজিত সংবাদ সম্মেলনে প্রদর্শনীর আয়োজকরা এসব তথ্য তুলে ধরেন।

বাংলাদেশ জার্নাল/এমএ

  • সর্বশেষ
  • পঠিত