বিয়ানীবাজারে শাহ্জালাল ইসলামী ব্যাংকের শীতবস্ত্র বিতরণ
জার্নাল ডেস্ক
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:৪৬

শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের বিয়ানীবাজার শাখা সম্প্রতি মুরাদগঞ্জ দারুস সুন্নাহ টাইটেল মাদ্রাসা প্রাঙ্গণে ব্যাংকের সিএসআর কার্যক্রমের অংশ হিসেবে এলাকার দুস্থ, গরিব ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করে।
|আরো খবর
শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের বিয়ানীবাজার শাখার ব্যবস্থাপক মোহাম্মদ কায়েস উদ্দিন চৌধুরী উপস্থিত থেকে এলাকার শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে ২ শতাধিক কম্বল বিতরণ করেন। কম্বল বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মাদ্রাসার মুহতামিম মাওলানা আতিকুর রহমানসহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। তাছাড়া মাথিউরা দারুল কোরআন মাদ্রাসার এতিম ছাত্রদের মধ্যে একই দিনে কম্বল বিতরণ করা হয়।
বাংলাদেশ জার্নাল/আরকে