ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ২০ মিনিট আগে
শিরোনাম

জানুয়ারিতে বিশ্বব্যাপী জ্বালানির দাম কমেছে ৮.৯ শতাংশ

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৩, ২৩:২৯

জানুয়ারিতে বিশ্বব্যাপী জ্বালানির দাম কমেছে ৮.৯ শতাংশ
জ্বালানী তেল। ফাইল ছবি

জানুয়ারিতে বিশ্বব্যাপী জ্বালানির দাম ৮ দশমিক ৯ শতাংশ কমেছে। এর মধ্যে ইউরোপে প্রাকৃতিক গ্যাসের দাম সর্বোচ্চ ৪৪ শতাংশ ও কয়লার দাম ১৬ দশমিক ১ শতাংশ কমেছে। তবে এ সময়ে বিশ্বব্যাপী জ্বালানি বহির্ভূত পণ্যের দাম ১ দশমিক ৭ শতাংশ বেড়েছে। সবচেয়ে বেশি বেড়েছে ধাতুর দাম।

পণ্যের দামের গতিবিধি নিরীক্ষা সংক্রান্ত বিশ্বব্যাংকের মাসিক প্রতিবেদন পিঙ্ক শিটে এ তথ্য জানানো হয়েছে।

বিশ্বব্যাংকের এ প্রতিবেদন অনুযায়ী, জানুয়ারিতে কৃষি পণ্যের দাম শূন্য দশমিক ৫ শতাংশ বেড়েছে। খাদ্য পণ্যের দাম বেড়েছে শূন্য দশমিক ৪ শতাংশ এবং কাঁচামালের দাম বেড়েছে ১ শতাংশ। একই সময়ে পানীয়ের দামেও সামান্য পরিবর্তন এসেছে।

তবে, সারের দাম ৬ দশমিক ২ শতাংশ কমেছে। এর মধ্যে ইউরিয়ার দাম কমেছে ১৪ দশমিক ৬ শতাংশ এবং টিএসপি সারের দাম কমেছে ২ দশমিক ৬ শতাংশ। এদিকে টিনের দাম ১৬ দশমিক ৫ শতাংশ, লৌহ আকরিক ৯ দশমিক ৩ শতাংশ এবং তামার দাম ৭ দশমিক ৯ শতাংশ বেড়েছে।

স্বর্ণসহ মূল্যবান ধাতুর দাম ৪ দশমিক ৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে বলেও প্রতিবেদন থেকে জানা গেছে।

বাংলাদেশ জার্নাল/জিকে

  • সর্বশেষ
  • পঠিত