ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

ডিএসইতে খাতভিত্তিক লেনদেনের শীর্ষে আইটি

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:২৯

ডিএসইতে খাতভিত্তিক লেনদেনের শীর্ষে আইটি
ঢাকা স্টক এক্সচেঞ্জ। ছবি: সংগৃহীত

বিদায়ি সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) খাতভিত্তিক লেনদেনের শীর্ষে রয়েছে আইটি খাত। গত সপ্তাহে ডিএসইতে মোট লেনদেনের ১৫ শতাংশ অবদান রয়েছে এই খাতে। এ ছাড়াও ১২ শতাংশ লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ওষুধ ও খাদ্য খাত। কাগজ খাতে ৯ শতাংশ লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে জীবন বীমা খাতে ৬ শতাংশ, ভ্রমণ-অবকাশ, প্রকৌশল ৫ শতাংশ, সেবা-আবাসন খাতে ৪ শতাংশ, সাধারণ বীমা, জ্বালানি, বস্ত্র খাতে ২ শতাংশ লেনদেন হয়েছে।

তবে, সপ্তাহ শেষে ডিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে বাংলাদেশ শিপিং করপোরেশন লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির ১৪৩ কোটি ৮১ লাখ ৭৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে জেনেক্স ইনফোসিস লিমিটেড। কোম্পানিটির ১ কোটি ৩৮ লাখ ৮৫ হাজার শেয়ার লেনদেন হয়েছে। যার বাজারমূল্য ১৪০ কোটি ৩১ লাখ টাকা। শাইনপুকুর সিরামিকস লিমিটেড তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

বাংলাদেশ জার্নাল/জিকে

  • সর্বশেষ
  • পঠিত