১ পাউন্ডে সিলিকন ভ্যালি ব্যাংকের যুক্তরাজ্য শাখা কিনল এইচএসবিসি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১৪ মার্চ ২০২৩, ০০:৪৪

এক পাউন্ডে সিলিকন ভ্যালি ব্যাংকের যুক্তরাজ্য শাখা কিনে নিয়েছি এইচএসবিসি ব্যাংক। শনিবার(১১মার্চ) সিলিকন ভ্যালির বন্ধের ঘোষণার পর এমন তথ্য জানায় এইচএসবিসি। সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানায় ব্লমবার্গ।
|আরো খবর
তিনি জানান, আমরা সিলিকন ভ্যালি ব্যাংকের যুক্তরাজ্য শাখার গ্রাহকদের এইচএসবিসিতে স্বাগত জানাই। তাদেরকে সাহায্য করার জন্য আমরা উন্মুখ। এছাড়া আমরা সিলিকন ভ্যালি ব্যাংকের যুক্তরাজ্য শাখার সহকর্মীদের আন্তরিকভাবে স্বাগত জানাই, আমরা তাদের সঙ্গে কাজ করার অপেক্ষায় আছি।
এইচএসবিসি-এর ইউকে রিং-ফেনসড সাবসিডিয়ারি, এইচএসবিসি ইউকে ব্যাংক পিএলসি দ্বারা হস্তান্তর করা হয়েছে।
ব্যাংকের প্রায় ৫ দশমিক ৫ বিলিয়ন পাউন্ডের ঋণ এবং প্রায় ৬ দশমিক ৭ বিলিয়ন পাউন্ডের আমানত ছিল এবং গত বছর ৮৮ মিলিয়ন পাউন্ড লাভ করেছিল। বাংলাদেশ জার্নাল/কেএ/এমএ