ঢাকা, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৯ মিনিট আগে
শিরোনাম

মে মাসে রেমিট্যান্স কমেছে ১০.২৭%

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ০২ জুন ২০২৩, ০০:৫৭

মে মাসে রেমিট্যান্স কমেছে ১০.২৭%
প্রতীকী ছবি

এ বছরের মে মাসে দেশে ১.৬৯ বিলিয়ন রেমিট্যান্স এসেছে, যা আগের তুলনায় ১০.২৭% কম। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক এ তথ্য প্রকাশ করেছে।

রেমিট্যান্স প্রবাহ কমে যাওয়ার এমন ধারা দেশের অর্থনৈতিক অস্থিতিশীলতা আরও গভীর করতে পারে। ব্যাংকাররা রেমিট্যান্স কমার কারণ হিসেবে হুন্ডিকে দায়ি করেছেন।

বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা বলেন, হুন্ডি, অবৈধ লেনদেন রেমিট্যান্স প্রবাহ কমে যাওয়ার জন্য দায়ি। রেমিট্যান্স কমে যাওয়ায় ইতোমধ্যে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে বিরূপ প্রভাব পড়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২৯.৯১ বিলিয়ন ডলার। যা ২০২২ সালের একই সময়ে ৪২.২০ বিলিয়ন ডলার ছিল।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম ১১ মাসে রেমিট্যান্স প্রবাহ আগের বছরের তুলনায় ১.১৩% বেড়ে ১৯.১৯ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

বাংলাদেশ জার্নাল/জিকে

  • সর্বশেষ
  • পঠিত