ঢাকা, বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩, ৬ আশ্বিন ১৪৩০ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

ফেয়ার টেকনোলজি চালু করছে হুন্দাই এক্সচেঞ্জ প্রগ্রাম

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৩, ০০:২৪

ফেয়ার টেকনোলজি চালু করছে হুন্দাই এক্সচেঞ্জ প্রগ্রাম
জার্নাল ডেস্ক

ফেয়ার টেকনোলজি লিমিটেড (এফটিএল) বাংলাদেশে প্রথমবারের মতো চালু করছে হুন্দাই এক্সচেঞ্জ প্রগ্রাম। এই প্রগ্রামের উদ্বোধন ঘোষণা করেন ফেয়ার টেকনোলজির সিইও মুতাসসিম দায়ান।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) ঢাকার তেজগাঁও লিংক রোডের হুন্দাই এক্সপেরিয়েন্স সেন্টারে এই প্রগ্রামের উদ্বোধন করা হয়। এক্সচেঞ্জ সুবিধা ক্রেতাদের আরো কাছে পৌঁছে দিতে ১৫ ও ১৬ সেপ্টেম্বর (শুক্র ও শনিবার) বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ মাঠে হুন্দাই এক্সচেঞ্জ ফেয়ার আয়োজনের ঘোষণা দেওয়া হয়েছে।

আগামী অক্টোবর ও নভেম্বরে ঢাকার দুইটি ভিন্ন ভেন্যুতে আরো দুটি হুন্দাই এক্সচেঞ্জ ফেয়ার আয়োজন করা হবে।

সিইও মুতাসসিম দায়ান বলেন, দেশের মানুষকে তাদের ব্যবহৃত যে কোন ব্র্যান্ডের পুরানো গাড়ি বদলে ব্র্যান্ড নিউ হুন্দাই গাড়ি কেনার সুযোগ করে দিতে ফেয়ার টেকনোলজি চালু করছে হুন্দাই এক্সচেঞ্জ প্রগ্রাম। এই অনন্য আয়োজন দেশের অটোমোবাইল খাতে নতুন দিগন্তের উন্মোচন করবে।

ফেয়ার টেকনোলজির হুন্দাই এক্সচেঞ্জ প্রগ্রামের পার্টনার হিসেবে যুক্ত হয়েছে এয়ার অ্যাস্ট্রা এয়ারলাইনস, সিক্রেট রেসিপি এবং মিডিয়া পার্টনার হিসেবে থাকছে আরটিভি।

বাংলাদেশ জার্নাল/আইজে

  • সর্বশেষ
  • পঠিত