ঢাকা, সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩, ২৬ অগ্রহায়ণ ১৪৩০ আপডেট : ২ মিনিট আগে
শিরোনাম

মার্কিন ভিসা নিষেধাজ্ঞায় শেয়ারবাজারে পতন, ঠেকালো বিমা খাত

  অর্থনীতি ডেস্ক

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১৯:২৮

মার্কিন ভিসা নিষেধাজ্ঞায় শেয়ারবাজারে পতন, ঠেকালো বিমা খাত
ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ

মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা নিয়ে নানা গুজব ও অপপ্রচারের কারণে রোববার (২৪ সেপ্টেম্বর) সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের শেয়ার বাজারে বড় দরপতন হয়েছে। লেনদেন কমার পাশাপাশি এদিন ঢাকা ও চট্টগ্রাম উভয় স্টক এক্সচেঞ্জেই অধিকাংশ কোম্পানির শেয়ারদর কমেছে। দ্বিতীয় কার্যদিবস সোমবার (২৫ সেপ্টেম্বর) এই দরপতন ঠেকিয়ে দিয়েছে বিমা খাত।

এদিন লেনদেনের শুরু থেকেই বেশিরভাগ বিমা কোম্পানির শেয়ার দাম বাড়তে থাকে। লেনদেনের শেষপর্যায়েও দাম বাড়ার তালিকায় স্থান করে নিয়েছে বেশি সংখ্যক বিমা কোম্পানি। এতে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান মূল্যসূচক বেড়েছে। এতে পতনের হাত থেকে রক্ষা পায় শেয়ারবাজার।

দিনের লেনদেন শেষে সবখাত মিলে ডিএসইতে ৮২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমেছে ৬২টির এবং ১৫৬টির দাম অপরিবর্তিত রয়েছে। অপরদিকে, বিমা খাতের ৩০টি কোম্পানির শেয়ার দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১৬টি বিমা কোম্পানির শেয়ার দাম।

এতে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২৮২ পয়েন্টে অবস্থান করছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ্ আগের দিনের তুলনায় দশমিক ৬৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৫৯ পয়েন্টে দাঁড়িয়েছে। আর বাছাই করা ভালো ৩০টি কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ১ পয়েন্ট কমে ২ হাজার ১৩৫ পয়েন্টে অবস্থান করছে।

দিনভর ডিএসইতে লেনদেন হয়েছে ৪৪১ কোটি ২৭ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ৫০০ কোটি ৭৪ লাখ টাকা। সে হিসেবে লেনদেন কমেছে ৫৯ কোটি ৪৭ লাখ টাকা।

টাকার অঙ্কে সব থেকে বেশি লেনদেন হয়েছে ইউনিয়ন ইন্স্যুরেন্সের শেয়ার। কোম্পানিটির ২৮ কোটি ৬৬ টাকার শেয়ার লেনদেন হয়েছ। দ্বিতীয় স্থানে থাকা বিডিকম অনলাইনের ২০ কোটি ৪১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ১৮ কোটি ১৪ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে ফু-ওয়াং ফুড।

এছাড়া ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষ দশ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে- খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ, জেমিনি সি ফুড, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, কর্ণফুলী ইন্স্যুরেন্স, প্রভাতী ইন্স্যুরেন্স, সোনালী পেপার এবং ইস্টার্ন হাউজিং।

অপর শেয়ারবাজার সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ১৫ পয়েন্ট। বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া ১৬৭টি প্রতিষ্ঠানের মধ্যে ৩৭টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৬৭টির এবং ৬৩টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ১১ কোটি ৪৭ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ৮ কোটি ১৫ লাখ টাকা।

সম্প্রতি বিমা খাতের শেয়ার এককভাবে দাপট দেখালেও গতকাল রোববার ছিল ভিন্ন চিত্র। এদিন বিমাসহ সব খাতের শেয়ারের দরপতন হয়েছে। এর মধ্যে শীর্ষে ছিল পেপার ও প্রিন্টিং, পাট, বীমা, খাদ্য, আইটি, বিবিধ, ওষুধ শিল্প খাত। টেলিযোগাযোগ, সিরামিক ও সরকারি বন্ডের কোনো শেয়ারের লেনদেন হয়নি গতকাল। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূচক হারিয়েছে প্রায় ২৯ পয়েন্ট। ৩১০ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিট অংশগ্রহণ করেছে। এর মধ্যে দর বেড়েছে মাত্র ১২টির, কমেছে ১৪৮টির এবং অপরিবর্তিত ছিল ১৫০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, শেয়ারবাজারের লেনদেনের বিধিনিষেধ ও অর্থনৈতিক মন্দার সঙ্গে যোগ হয়েছে আসন্ন জাতীয় নির্বাচন। তাই দেশের বিনিয়োগকারীরা বিভিন্ন দিক চিন্তা করছেন। ফলে শেয়ারবাজার নির্দিষ্ট গণ্ডির মধ্যে ঘুরপাক খাচ্ছে। এর মধ্যে ভিসা নীতির প্রয়োগের ঘটনায় বিনিয়োগকারীদের মধ্যে ব্যাপক আতঙ্ক কাজ করছে।

জানা গেছে, গতকাল শেয়াবাজারের বিভিন্ন ব্রোকারেজ হাউস ও সংশ্লিষ্ট দপ্তরের প্রধান আলোচ্য বিষয় ছিল যুক্তরাষ্ট্রের ভিসা নীতি। এ বিষয়ে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) সভাপতি রিচার্ড ডি রোজারিও কালবেলাকে বলেন, যুক্তরাষ্ট্রের ভিসা নীতির প্রভাব এই খাতেও পড়ছে। খবরটি জানার পর থেকে বিনিয়োগকারীরা এ নিয়ে আলোচনা শুরু করেছে, যা আজকের (গতকাল) বাজারকে প্রভাবিত করেছে।

বাংলাদেশ জার্নাল/এমএইচ

  • সর্বশেষ
  • পঠিত