শাহজালাল ইসলামী ব্যাংকের রাজশাহী অঞ্চলের কর্মকর্তাদের সঙ্গে সভা
জার্নাল ডেস্ক
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৩, ১৮:২১
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি শনিবার (১১ নভেম্বর) রাজশাহী জেলার স্থানীয় এক হোটেলে রাজশাহী এবং পার্শ্ববর্তী এলাকার শাখাসমূহের সকল কর্মকর্তাদের সাথে ব্যবসায়িক পর্যালোচনা সভার আয়োজন করে। শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোসলেহ উদ্দীন আহমেদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিবিও আব্দুল আজিজ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ব্যাংকের রাজশাহী শাখার ব্যবস্থাপক মো. আব্দুল্লাহ আল মাহমুদ সিদ্দিকী সভায় সভাপতিত্ব করেন।
এতে অন্যান্যদের মধ্যে ব্যাংকের সিরাজগঞ্জ শাখার ব্যবস্থাপক মো. জাহাঙ্গীর আলম, জয়পুরহাট শাখার ব্যবস্থাপক মো. আরিফ বিল্লাহ, রংপুর শাখার ব্যবস্থাপক মো. করিমুল্লাহ, বগুড়া শাখার ব্যবস্থাপক মো. আবু সাঈদ, চাঁপাইনবাবগঞ্জ শাখার ব্যবস্থাপক মো. সোলাইমান, দিনাজপুর শাখার ব্যবস্থাপক চৌধুরী মো. শহীদুল্লাহ-সহ রাজশাহী অঞ্চলের ১২টি শাখার ব্যবস্থাপক এবং শাখার অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত ব্যবসায়িক পর্যালোচনা সভায় ব্যবসায়িক লক্ষ্যমাত্রার পর্যালোচনাসহ ব্যবসার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা এবং চলতি বছরের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জন ও পরিকল্পনা নিয়ে দিক নির্দেশনা প্রদান করা হয়।
বাংলাদেশ জার্নাল/এমপি