ঢাকা, রোববার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১ আপডেট : ১ মিনিট আগে
শিরোনাম

শাহ্জালাল ইসলামী ব্যাংক ও অ্যাস্ট্রা এয়ারওয়েজের মধ্যে চুক্তি স্বাক্ষরিত

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:২২

শাহ্জালাল ইসলামী ব্যাংক ও অ্যাস্ট্রা এয়ারওয়েজের মধ্যে চুক্তি স্বাক্ষরিত

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি ও অ্যাস্ট্রা এয়ারওয়েজ লিমিটেড (এয়ার অ্যাস্ট্রা) এর মধ্যে মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) ব্যাংকের কর্পোরেট প্রধান কার্যালয়ে দ্বিপাক্ষিক এক চুক্তি স্বাক্ষরিত হয়।

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোসলেহ উদ্দীন আহমেদ এর উপস্থিতিতে ব্যাংকের এসএভিপি ও কার্ড ডিভিশনের প্রধান মো. রিয়াদ হোসেন এবং অ্যাস্ট্রা এয়ারওয়েজ লিমিটেড (এয়ার অ্যাস্ট্রা) এর সিএফও মো. শফিউল আজগর নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে উক্ত চুক্তিতে স্বাক্ষর করেন।

উক্ত চুক্তির আওতায় শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর ডেবিট এবং ক্রেডিট কার্ড হোল্ডারগণ এয়ার অ্যাস্ট্রা-এ ভ্রমণকালে টিকেট ক্রয়ের ক্ষেত্রে ১০শতাংশ ছাড় উপভোগ করতে পারবেন। এছাড়াও ক্রেডিট কার্ড হোল্ডারগণ ৩ ও ৬ মাস এর কিস্তিতে শূন্য শতাংশ হারে ইএমআই সুবিধা উপভোগ করতে পারবেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে শাহ্জালাল ইসলামী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এস. এম. মঈনুদ্দীন চৌধুরী ও মিঞা কামরুল হাসান চৌধুরী, জনসংযোগ ও ব্যাংক ফাউন্ডেশন এর প্রধান মো. সামছুদ্দোহা এবং এয়ার অ্যাস্ট্রা এর হেড অব মার্কেটিং এন্ড সেলস মোহাম্মদ মোজাম্মেল হক ভূঁইয়া-সহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ জার্নাল/ওএফ

  • সর্বশেষ
  • পঠিত