ঢাকা, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৪ মিনিট আগে
শিরোনাম

স্বাভাবিক নিয়মে সোমবার থেকে ব্যাংকে লেনদেন  

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৪, ১৮:০৪

স্বাভাবিক নিয়মে সোমবার থেকে ব্যাংকে লেনদেন  
ঈদুল ফিতর এবং পহেলা বৈশাখের ছুটি শেষে অবশেষে খুলতে যাচ্ছে ব্যাংক। ফাইল ছবি

ঈদুল ফিতর এবং পহেলা বৈশাখের ছুটি শেষে অবশেষে খুলতে যাচ্ছে ব্যাংক।

সোমবার (১৫ এপ্রিল) থেকে দেশে কার্যরত সব তফসিলি ব্যাংকের অফিস সময়সূচি চলবে রমজানের আগের নিয়মে। অর্থাৎ অফিস খোলা থাকবে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। আর লেনদেন হবে ১০টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত।

মূলত বিদায়ী রমজানে রোজা রাখার সুবিধার্থে ব্যাংক লেনদেন ও খোলা রাখার সময়সূচিতে পরিবর্তন আনা হয়। এবারও রোজায় সব সরকারি-বেসরকারি ব্যাংক সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা ছিল। এর মধ্যে সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত অর্থ লেনদেন হয়। তবে ১৫ এপ্রিল থেকে সব বাণিজ্যিক ব্যাংকের অফিস সময়সূচি চলবে আগের নিয়মে।

এদিন বীমা, শেয়ারবাজারসহ সব আর্থিক প্রতিষ্ঠান খুলবে। সেগুলোতেও লেনদেন হবে আগের নিয়মে। একই দিনে অফিস-আদালত চালু হবে। স্কুল-কলেজও খুলবে।

গত বৃহস্পতিবার (১১ এপ্রিল) দেশে উদযাপিত হয় সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। এই উপলক্ষে ১০, ১১ ও ১২ এপ্রিল (বুধ, বৃহস্পতি ও শুক্রবার) সরকারি ছুটি ছিল। ঈদের পর ১৩ এপ্রিল (শনিবার) সপ্তাহিক ছুটি ছিল। আর ১৪ এপ্রিল (রোববার) পহেলা বৈশাখ উপলক্ষে বাংলা নববর্ষের ছুটি রয়েছে।

ফলে ১০ থেকে ১৪ তারিখ পর্যন্ত ছুটি কাটাচ্ছেন চাকরিজীবীরা। টানা ৫ দিন ছুটি শেষে সোমবার অফিসে যোগ দেবেন তারা। তবে ঢাকার বাইরে ঈদ করতে যাওয়া কর্মজীবীদের অনেকে ঐচ্ছিক ছুটি নিয়েছেন। তাই অফিস-আদালতে প্রাণচাঞ্চল্য ফিরতে আরও কয়েকদিন লাগবে। আবারও চিরচেনা রূপে ফিরবে রাজধানী ঢাকা।

বাংলাদেশ জার্নাল/এমপি

  • সর্বশেষ
  • পঠিত