ঢাকা, শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ মিনিট আগে
শিরোনাম

আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৪, ১০:৪১  
আপডেট :
 ২৫ এপ্রিল ২০২৪, ১০:৪৯

আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু
ফাইল ছবি

ব্যবসায়ী নেতার মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে দিয়ে এক দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকার পর পুনরায় কার্যক্রম শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকালে মাছ রপ্তানির মাধ্যমে বাণিজ্য কার্যক্রম শুরু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম।

শফিকুল ইসলাম জানান, আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি সফিকুল ইসলামের (৬৩) মৃত্যুতে বুধবার স্থলবন্দরে ছুটি ঘোষণা করেন ব্যবসায়ীরা।

স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশন ও সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন যৌথভাবে এক বিজ্ঞপ্তিতে এই কর্মসূচি ঘোষণা করে। তবে এ সময় দুই দেশের বৈধ পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল। আজ থেকে যথারীতি আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক।

আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন কর্মকর্তা খায়রুল আলম জানান, এক ব্যবসায়ী নেতার মৃত্যুতে শোক জানিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে এক দিনের জন্য আমদানি-রপ্তানি কার্যক্রম দিনব্যাপী বন্ধ ছিল। তবে যাত্রী পারাপার অন্যান্য দিনের মতো স্বাভাবিক ছিল।

বাংলাদেশ জার্নাল/এফএম

  • সর্বশেষ
  • পঠিত