ঢাকা, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১ আপডেট : ২ মিনিট আগে
শিরোনাম

বন্যার্তদের পাশে দাঁড়াতে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে পাঠাও’র অনুদান

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২৮ আগস্ট ২০২৪, ১৭:১৯  
আপডেট :
 ২৮ আগস্ট ২০২৪, ১৭:২৭

বন্যার্তদের পাশে দাঁড়াতে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে পাঠাও’র অনুদান
ফাইল ছবি

দেশের সবচেয়ে বড় এবং জনপ্রিয় ডিজিটাল সার্ভিস প্ল্যাটফর্ম পাঠাও বাংলাদেশের বিভিন্ন জেলা জুড়ে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে ২৫ লক্ষ টাকা অনুদান দিয়েছে। বাংলাদেশের বিভিন্ন এলাকার বন্যা-দুর্গতদের পাশে থাকার জন্য পাঠাও এই উদ্যোগ নেয়।

বন্যা দুর্গতদের সাহায্যে, পাঠাও-এর এই সম্মিলিত প্রয়াসে এমপ্লয়িরা স্বেচ্ছায় তাদের একদিনের স্যালারি প্রদান করে এবং একই পরিমাণ অর্থ পাঠাও কর্তৃপক্ষ যোগ করে এই অনুদানের পরিমাণকে দ্বিগুণ করে।

এছাড়াও, ১ সেপ্টেম্বর থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত পাঠাও প্ল্যাটফর্মে নেওয়া প্রতিটি রাইড থেকে সেফটি কভারেজ ফি বন্যার্তদের সহায়তায় প্রদান করা হবে। এই সময়ের মধ্যে প্রতিটি রাইড থেকে জমা হওয়া মোট অর্থ পাঠাও দ্বিগুণ করে তা বন্যার্তদের সহায়তায় প্রদান করবে। এই অনুদানের পাশাপাশি, পাঠাও বন্যার্তদের আরও সহায়তা করার জন্য ব্র্যাক এবং আস-সুন্নাহ ফাউন্ডেশনের সাথে যৌথভাবে কাজ করছে। পাঠাও অ্যাপ-এর পাঠাও শপ থেকে ইউজাররা বিভিন্ন মূল্যের ডোনেশন কার্ড কিনতে পারবেন, যার সমস্ত অর্থ ব্র্যাক এবং আস-সুন্নাহ ফাউন্ডেশন-এর পরিচালিত ত্রাণ তহবিলে জমা হবে।

২০১৫ সালে প্রতিষ্ঠিত, পাঠাও রাইড-শেয়ারিং, ফুড ডেলিভারি এবং ই-কমার্স লজিস্টিকসে বাজারের শীর্ষস্থানীয়, বাংলাদেশে ১ কোটিরও বেশি ভোক্তা, দৈনিক উপার্জনকারী এবং ছোট ব্যবসার পরিষেবায় নিয়োজিত আছে।

বাংলাদেশ জার্নাল/এমপি

  • সর্বশেষ
  • পঠিত