এস আলমের দখলমুক্ত হলো আল-আরাফাহ ও কমার্স ব্যাংক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৪, ২১:৫১
এস আলমের দখলমুক্ত হয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক ও বাংলাদেশ কমার্স ব্যাংক। ভেঙে দেয়া হয়েছে পরিচালনা পর্ষদ। বিপরীতে নতুন পর্ষদ পুনর্গঠন করা হয়েছে। বাংলাদেশ ব্যাংক থেকে এ সংক্রান্ত পৃথক দুটি আদেশ জারি করা হয়েছে। ইতোমধ্যে বাংলাদেশ ব্যাংক থেকে বিতর্কিত এ ব্যবসায়ীর মালিকানায় থাকা ৬টি ব্যাংকের পর্ষদ ভেঙে দিয়েছে।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) এ বিষয়ে ব্যাংক দু’টির ব্যবস্থাপনা পরিচালকের কাছে বাংলাদেশ ব্যাংক থেকে প্রেরিত চিঠিতে বলা হয়েছে, ব্যাংক-কোম্পানি আইন, ১৯৯১ (২০২৩ পর্যন্ত সংশোধিত) এর ৪৭(১) এবং ৪৮(১) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে আগের পরিচালনা পর্ষদ বাতিল ঘোষণা করা হয়েছে। একইসাথে ব্যাংক-কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে বাংলাদেশ ব্যাংক এ দু’টি ব্যাংকে পরিচালকদের নিয়োগ দিয়েছে।
বাংলাদেশ কমার্স ব্যাংকের নতুন পরিচালকরা হলেন মো. আতাউর রহমান (স্বতন্ত্র পরিচালক), মো. মহসিন মিয়া (স্বতন্ত্র পরিচালক), কামরুল হক মারুফ (পরিচালক), মো. গোলাম মুরতুজা (পরিচালক) এবং শেখ আশ্বাফুজ্জামান (স্বতন্ত্র পরিচালক)।
আল-আরাফাহ ইসলামী ব্যাংকের পর্ষদে খাজা শাহরিয়ার স্বতন্ত্র পরিচালক ও পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। পর্ষদের অন্য স্বতন্ত্র পরিচালকরা হলেন মো. শাহীন উল ইসলাম, মো: আব্দুল ওয়াদুদ, এম আবু ইউসুফ ও মোহাম্মদ আশরাফুল হাসান।
বাংলাদেশ জার্নাল/কেএইচ