ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৭ মিনিট আগে
শিরোনাম

ব্রহ্মপুত্র নদের বুকে ভাসমান সবজির ভেলা

ব্রহ্মপুত্র নদের বুকে ভাসমান সবজির ভেলা

ব্রহ্মপুত্র নদের পরিত্যক্ত যায়গায় সবজি চাষ করে তাক লাগিয়ে দিয়েছে স্থানীয় কৃষকরা। সারি সারি বেডে ভেসে বেড়াচ্ছে লালশাক, পাটশাক, লাউ, ঢেঁড়স, বরবটি, গিমাকলমির ভেলা। কীটনাশক ছাড়াই চাষাবাদ করা হচ্ছে এসব ভাসমান সবজি।

এ বিষয়ে কৃষক নুর আমিন জানান, কৃষি বিভাগের সহযোগিতায় ভাসমান বেডে সবজি চাষ করছি। ইতোমধ্যে সবজি গুলো ডালপাল মেলে ছড়িয়ে পড়ছে। আশা করছি সবজি বিক্রি করে আর্থিক লাভবান হবো।

ওই এলাকার আজিম আলী, রফিকুল ইসলাম, আনিসুর রহমান, আব্দুল মমিন, রোজিনা বেগমসহ ৬ জন কৃষক প্রত্যেকে ৪ টি করে ২৪টি ভাসমান বেডে সবজি চাষ করছেন। এসব কৃষক জানান, কচুরীপানাসহ জলজ আগাছা স্তুপীকৃত করে বেড তৈরি করে সবজি চাষ করা হচ্ছে। কোন প্রকার রাসায়নিক সার ছাড়াই সম্পূর্ণ জৈবিক উপায়ে উৎপাদিত এ সকল সবজি খেতেও খুব সুস্বাদু। আগামীতে ভাসমান বেডে সবজি চাষ আরও বৃদ্ধি পাবে বলে আশা করছেন এসব কৃষক।

বাংলাদেশ জার্নাল/কেআই

  • সর্বশেষ
  • পঠিত