ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

প্রাথমিক শিক্ষিকার বিরুদ্ধে ‘গুরুতর অভিযোগ’

  পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২০, ২০:৩১

প্রাথমিক শিক্ষিকার বিরুদ্ধে ‘গুরুতর অভিযোগ’
প্রতীকী ছবি

পিরোজপুরের মঠবাড়িয়া এক স্কুল শিক্ষকের বিরুদ্ধে বার্ষিক পরীক্ষার খাতা না দেখেই নম্বর দেয়ার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগে জানা গেছে, উপজেলার ৩৯নং ভগিরথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা লাকী আক্তার ওই বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র আল আবিদ হাসানের খাতা মূল্যায়ন না করেই দুই বিষয়ের দু’টি খাতায় এক’শ করে দুই’শ নম্বর দেন।

এ ঘটনায় ওই স্কুল ছাত্রের বাবা মো. আলমগীর হোসেন খান স্কুল শিক্ষিকা লাকী আক্তারের বিরুদ্ধে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বরাবরে একটি লিখিত অভিযোগ করেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, আলমগীর হোসেন এর পুত্র আল আবিদ হাসান তৃতীয় শ্রেণির একজন নিয়মিত ছাত্র। গত বছর তৃতীয় শ্রেণির বার্ষিক পরীক্ষায় একটি প্রশ্ন উত্তর নিয়ে ওই বিদ্যালয়ের বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা লাকী আক্তারের সাথে ওই ছাত্রের বাবার ভুল বোঝাবুঝি হয়। এরপর চলতি বছরে ওই ছাত্র আবিদ চতুর্থ শ্রেণিতে উত্তীর্ণ হয়। শিক্ষিকা লাকী আক্তার তৃতীয় শ্রেণির বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং ইসলাম ও নৈতিক শিক্ষা এই দুই বিষয়ে ক্লাস নিতেন। কিন্তু শিক্ষিকা লাকী আক্তার ছাত্র আবিদের সাথে ক্ষুব্ধ হয়ে ক্লাসে কোন কথা বলতেন না এবং পড়াশুনাও জিজ্ঞেস করতেন না। ওই বিরোধের জের ধরে সদ্য সমাপ্ত বার্ষিক পরীক্ষায় শিক্ষিকা লাকী আক্তার ছাত্র আল আবিদ হাসানের উক্ত দুই বিষয়ের খাতা না দেখেই দুই’শ নম্বর দিয়ে দেন।

এ ব্যাপারে অভিযুক্ত শিক্ষিকা লাকী আক্তারের মুঠোফোনে কথা হলে তিনি সাংবাদিক পরিচয় পেয়ে ফোন অন্য লোককে ধরিয়ে দেন।

ওই ক্লাস্টারের দায়িত্বে থাকা ও উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো. রিয়াজ আহসান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ওই ছাত্রের বাবার অভিযোগের ভিত্তিতে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বিষয়টি আমাকে তদন্তের জন্য দায়িত্ব দেন। প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে।

বাংলাদেশ জার্নাল/এনএইচ

  • সর্বশেষ
  • পঠিত