ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫৯ মিনিট আগে
শিরোনাম

ইবিতে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ক্ষণগণনার উদ্বোধন

  ইবি প্রতিনিধি

প্রকাশ : ১১ জানুয়ারি ২০২০, ০১:১৫  
আপডেট :
 ১১ জানুয়ারি ২০২০, ০১:১৮

ইবিতে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ক্ষণগণনার উদ্বোধন

বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী- ২০২০ উপলক্ষে ক্ষণগণনা কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার বিকেলে জাতীয় প্যারেড গ্রাউন্ডে আনুষ্ঠানিকভাবে একর্মসূচীর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

জাতীয় এই কর্মসূচীর সঙ্গে মিল রেখে ইসলামী বিশ্ববিদ্যালয়েও (ইবি) বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ক্ষণগণনার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ক্ষণগণনার ঘড়ি উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী।

এসময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ, প্রক্টর অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মনসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করা হয়। এসময় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষে উপাচার্য, উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন।

শ্রদ্ধাঞ্জলী নিবেদন শেষে মৃত্যুঞ্জয়ী মুজিবের পাদদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মশতবার্ষিকী ক্ষণগণনার অনুষ্ঠান সরাসরি সম্প্রচার দেখানো হয়। প্রধানমন্ত্রীর ক্ষণগণনার অনুষ্ঠান সরাসরি সম্প্রচার শেষে মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালের পাদদেশে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা। অনুষ্ঠানে স্বাগত বক্তা ছিলেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ।

বাংলাদেশ জার্নাল/আর

  • সর্বশেষ
  • পঠিত