ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ ঘন্টা আগে
শিরোনাম

ঢাকার সিটি নির্বাচন পেছানোর দাবি ডাকসুর

  ঢাবি প্রতিনিধি

প্রকাশ : ১১ জানুয়ারি ২০২০, ২১:০৯  
আপডেট :
 ১১ জানুয়ারি ২০২০, ২১:১২

সিটি নির্বাচন পেছানোর দাবি ডাকসুর

আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিতব্য ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের তারিখ পরিবর্তনের দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। শনিবার সন্ধ্যায় ডাকসুর সহ-সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আগামী ৩০ জানুয়ারি ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে। একইদিন পালিত হবে স্বরস্বতী পূজা। একইদিন স্বরস্বতী পূজা এবং নির্বাচনের তারিখ নির্ধারিত হওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠানের উৎসবমুখরতায় বিঘ্ন ঘটা ও নির্বাচন কর্মকাণ্ড পরিচালনা করা সমস্যাসংকুল হওয়ার আশঙ্কা রয়েছে।’

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের প্রগতিশীল ছাত্র সমাজ এই সমস্যার একটি সুস্পষ্ট, সামঞ্জ্যপূর্ণ ও সুন্দর সমাধান চায়। শিক্ষার্থীদের আশা-আকাঙ্খার প্রতিফলন স্বরূপ নির্বাচন কমিশনের প্রতি নির্বাচনের তারিখ পুনর্বিবেচনার আহ্বান জানাচ্ছে ডাকসু।’

বাংলাদেশ জার্নাল/এইচকে

  • সর্বশেষ
  • পঠিত